Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতায় বঙ্গবন্ধু নয়ন বিশ্বাস রকি

কবিতায় বঙ্গবন্ধু নয়ন বিশ্বাস রকি

কবিতায় বঙ্গবন্ধু নয়ন বিশ্বাস রকি

কবিতায় বঙ্গবন্ধু
নয়ন বিশ্বাস রকি

হে মহান জাতির পিতা, তোমাকে নিয়ে কী লিখব কবিতায়,
যখন তুমি নিজেই কবি, নিজেই কবিতা!
কবিতায় উপমা তোমার কাছে ফিকে হয়ে যায়,
তোমার কথা গুলো এই কবিতার ছন্দ হয়ে ভেসে বেড়ায়।
কথাগুলো পংক্তিমালার একটি কবিতায়,
তোমাকে নিয়ে কী আর লেখা যায়?

আমাদের কাছে বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়,
আমাদের অহংকার, আমাদের পরিচয়।
বঙ্গবন্ধু বলতে আমরা বুঝি বাংলাদেশ,
বঙ্গবন্ধু মানে বাংলাদেশের মুক্তির মহানায়ক,
সাত কোটি বাঙালির পথপ্রদর্শক।
আমরা নতুন প্রজন্ম দেখিনি তোমায় সরাসরি,
কিন্তু বিনম্র শ্রদ্ধায় হৃদয়ে তোমায় অনুভব করি।
তোমার বজ্রকণ্ঠস্বর মিশে আছে কোটি মানুষের হৃদয়ে,
কেউ পারবেনা কখনো তা মুছে দিতে।

পৃথিবীর ইতিহাসে তুমি অমর, অক্ষয়, চিরসঞ্জীব,
তুমি স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব।
শত্রুর হুংকার কিংবা ফাঁসির মঞ্চও করোনি ভয়,
তাইতো করেছ জয় কোটি বাঙালীর হৃদয়।

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ,
বঙ্গবন্ধু মানে বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে।

লেখক : নয়ন বিশ্বাস রকি , বাংলাদেশ ।