
কবিতা
- By N/A --
- 03 March, 2025
সুদূর-পাগল-প্রেমিক
অঞ্জলি দেননন্দী, মম
প্রেমিক সে এক আছে।
থাকে না সে প্রেমিকার কাছে।
সুদূরের পাগল হৃদয় তার।
আমার জন্য স্পন্দন চলে যার,
ভালবাসায় তার অপার।
আমায় ভেবে কাটে দিবস,
আর কাটে রজনী তার।
ওর আবেগে আমার অন্তর বিবশ।
ভিডিও কলে সে ব্যকূল আবেশে,
কত কি যে জানায় ভালবেসে!
কত কি যে বলে সে - গভীর ভাবে সে,
আমেরিকা থেকে হেসে হেসে হেসে হেসে।
বছরে সে একবার আমার কাছে ভারতে এসে,
আলিঙ্গনে টানে আমায় বুকে।
আমরা বিভোর হই অশেষ সুখে।
এরপরে সে গলায় আমার পরায়,
বহু মূল্যের নতুন হার, নিজের হাতে।
তারপরে দু বাহু ডোরে আমারে জোড়ায়।
সময়ও বিহ্বল হয় আমাদের সাথে।
মিলনের আকুলতায় দরজা বন্ধ ঘর চঞ্চল হয়।
খোলা জানলা দিয়ে মোহময় চাঁদ চেয়ে রয়।
মায়াবী রাতের আকাশ উঁকি দিয়ে কয়,
" দেহ, মন, আত্মা - যুগে যুগে যুগে যুগে এক হয়।
এ আকর্ষণ অন্যথা হওয়ার নয়;
ভালবাসা অনন্ত, অমর, অক্ষয়;
সব কালেই প্রেমের হয় চির জয়। "