বিপিএল ২০২৪: টিকিটের দাম ও সংগ্রহের স্থান জানিয়ে বিসিবির ঘোষণা
- By Jamini Roy --
- 29 December, 2024
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এর একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামীকাল ৩০ ডিসেম্বর, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। খেলা মাঠে গড়ানোর আগের দিন (আজ ২৯ ডিসেম্বর ) টুর্নামেন্টের টিকিটের দাম ও সংগ্রহের স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের বিপিএলে স্টেডিয়ামে খেলা দেখার জন্য সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা।
এবারের বিপিএলে টিকিটের দাম গ্যালারি অনুযায়ী ভিন্ন ভিন্ন। স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখার জন্য টিকিটের দাম ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২,০০০ টাকা, যা দর্শকদের জন্য একেবারে প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করবে।
এছাড়া, স্টেডিয়ামের নর্দার্ন এবং সাউদার্ন গ্যালারিতে টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়, এবং উত্তর ও দক্ষিণ ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ এবং ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থে খেলা দেখতে হলে ১০০০ টাকা দিতে হবে দর্শকদের। ইন্টারন্যাশনাল গ্যালারির অন্যান্য টিকিটের দাম ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিকিট সংগ্রহের জন্য দুইটি মাধ্যম রয়েছে— সরাসরি এবং অনলাইন। সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ (রোববার) বিকেল ৪টা থেকে, যা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। বিপিএলের উদ্বোধনী দিন ৩০ ডিসেম্বর (সোমবার), সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনার সুযোগ থাকবে।
অন্যদিকে, অনলাইনে টিকিট কেনার জন্য ভক্তরা www.gobcbticket.com.bd ওয়েবসাইটে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। এসব শাখাগুলি হলো: মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর এবং পল্টনের ভিআইপি রোড।
এই বছরের বিপিএল শুরু হতে যাচ্ছে আকর্ষণীয় টিকিট দামের সাথে, যা প্রত্যেক দর্শকের বাজেটের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে।