ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টিতে ইতিহাস
- By Jamini Roy --
- 20 December, 2024
বাংলাদেশ ক্রিকেট দল আবারও তাদের সাফল্যের ধারাবাহিকতায় যুক্ত করেছে এক নতুন অধ্যায়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার মধ্য দিয়ে তারা গড়েছে গৌরবময় ইতিহাস। আর্নেস ভ্যাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে টাইগাররা ৮০ রানের বিশাল জয় তুলে নেয়। জাকের আলির অনবদ্য ব্যাটিং ও বোলারদের দারুণ পারফরম্যান্সে এই অর্জন সম্ভব হয়েছে।
টসে জিতে বাংলাদেশ অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ইনিংসের শুরু থেকেই ব্যাটিংয়ে ছিল পরিবর্তনের ছাপ। চোটের কারণে সৌম্য সরকার ছিটকে যাওয়ায় পারভেজ হোসেন ইমন একাদশে জায়গা পান এবং নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেন। তিনি ২১ বলে ৩৯ রান করে দলকে শক্ত ভিত্তি গড়ে দেন।
অপরদিকে, লিটন দাস ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হন। ১৩ বলে ১৪ রান করে আউট হন তিনি। এরপর তানজিদ হাসান তামিমও ব্যর্থ হন, মাত্র ৯ রান করে ফিরে যান। তবে দলের হাল ধরেন জাকের আলি অনিক। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার ৩৭ রানের জুটি দলের রান একশ পার করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জাকের আলির ফিফটি আর শেষ ওভারের ঝড়ো ব্যাটিং টাইগারদের স্কোরকে নিয়ে যায় ১৮৯ রানে। শেষ ওভারে টানা তিনটি ছক্কায় ২৫ রান তুলে তিনি অপরাজিত থাকেন ৪২ বলে ৭২ রানে।
১৯০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদ ব্র্যান্ডন কিংকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। বৃষ্টি হানা দেওয়ার পর খেলায় ফিরেও প্রতিরোধ গড়তে পারেনি ক্যারিবীয় ব্যাটাররা।
শেখ মেহেদি দুর্দান্ত বল করে উইন্ডিজকে চেপে ধরেন। প্রথম স্পেলেই জাস্টিন গ্রিভসকে ফিরিয়ে দেন তিনি। এরপর নিকোলাস পুরাণ আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়েও মেহেদির বলেই বোল্ড হন। এক প্রান্ত আগলে রাখা জনসন চার্লস রান আউট হয়ে সাজঘরে ফেরেন।
রোস্টন চেইস এবং লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ১০৯ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজ। কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রোমারিও শেফার্ড। তার ২৭ বলে ৩৩ রানের ইনিংস শুধুমাত্র পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে।
বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ছিলেন সেরা। তিনি ২১ রানে ৩ উইকেট নেন। তাসকিন আহমেদ এবং শেখ মেহেদি ২টি করে উইকেট পান। তানজিম সাকিব ও হাসান মাহমুদ ১টি করে উইকেট নিয়ে বোলিং আক্রমণকে সম্পূর্ণ করেন।
এই জয়ের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি টাইগারদের জন্য একটি বড় মাইলফলক। টাইগারদের এই সাফল্য নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটকে।