জমকালো আয়োজনে “ সানাই “ রেস্টুরেন্ট ও পার্টি হলের শুভ উদ্বোধন
- By Jamini Roy --
- 15 December, 2024
গত ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার দুপুর ১টায় নিউয়র্কের বাংলাদেশীদের প্রাণ কেন্দ্র জ্যাকসন হাইটসে বাংলাদেশী মালিকানাধীন “ সানাই “ রেস্টুরেন্ট ও পার্টি হলের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
জাঁকজমক ও জমকালো আয়োজনে দুপুর ১টায় নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির গন্যমান্য ব্যাক্তি , ব্যবসায়ী সহ বাংলাদেশী আমেরিকান সাংবাদিকদের উপস্থিতিতে ” সানাই “ রেস্টুরেন্ট ও পার্টি হলের মালিক গোপাল সাহা , শামসুন্নাহার রিমি , ফারজানা আলম , শমিক রন্জনকে সাথে নিয়ে রন্জিত দেব বহুল আলোচিত ” সানাই “ রেস্টুরেন্ট ও পার্টি হলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এবং রন্জিত দেব উপস্থিত সকলের উদ্দেশ্যে
শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ ১৮ মাস কঠোর পরিশ্রম ও সিটির সকল নিয়ম মেনে আজ আমরা আমাদের রেস্টুরেন্ট ও পার্টি হল শুভ উদ্বোধন করতে পেরেছি। তিনি আবেগে বলেন সৃষ্টিকর্তা ও মা, বাবার কৃপা ছাড়া এটা সম্ভব হতো না । তিনি আরো বলেন রেস্টুরেন্ট প্রতিদিন সকাল ৮টায় খোলা হবে এবং রাত ২টায় বন্ধ করা হবে ।
এছাড়া রেস্টুরেন্টে পার্টি করার জন্য , দোতলায় ৮০ জন, রেস্টুরেন্টের দিকে ১৫০জন এবং বেসমেন্টে ২৫০ জনের বসার ব্যবস্থা রয়েছে। ২৫০ জনের পার্টি করার জন্য ১টি বড় এলইডি টিভি, লাইট ও সাউন্ড সিস্টেম রয়েছে। এই সময় উপস্থিত সকলে ৫জন মালিককে করতালি দিয়ে স্বাগত জানায়।
সাংবাদিক ও উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করা হয় । পরে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, রিপাবলিকান ও কমিউনিটির নেতা গিয়াস আহমেদ,কমিউনিটির নেতা রন্জিত সাহা , আওয়ামীলীগ ও কমিউনিটির নেতা মোহাম্মদ আবুল কাশেম , ব্লো গ্রীণ ওয়েলথ সলোশনস এর ফাইনিন্সিয়াল সার্ভিস এক্সিকিউটিভ পরেশ চন্দ্র সাহা , প্রজ্ঞা ফাউন্ডেশনের ফাউন্ডার সভাপতি ও প্রজ্ঞা নিউজের সম্পাদক উত্তম কুমার সাহা প্রমুখ।বক্তারা বলেন,জ্যাকসন হাইটসে এমন ভাল মানের রেস্টুরেন্ট ও পার্টি হল উদ্বোধন হওয়ায় আমরা খুশি এর জন্য মালিক পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং “ সানাই “ এর জন্য আমাদের পক্ষ হতে শুভ কামনা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আবারও রন্জিত দেব জানান , যারা পার্টি হল ভাড়া নিবেন তাদের প্রয়োজনের কথা মাথায় রেখে , আমরা বর্তমানে ১০ টি পার্কিং এর ব্যবস্থা রেখেছি এবং ভবিষ্যতে এটা বাড়ানো হবে। এরপর আবারও সকলের সহযোগিতা কামনা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দুপুরের খাবার খাওয়ার অনুরোধ জানান।