Logo

আন্তর্জাতিক    >>   দক্ষিণ কোরিয়ায় শোকের নববর্ষ

দক্ষিণ কোরিয়ায় শোকের নববর্ষ

দক্ষিণ কোরিয়ায় শোকের নববর্ষ

দক্ষিণ কোরিয়ায় এবারের খ্রিষ্টীয় নববর্ষ কোনো উৎসবের আলোয় উদযাপিত হয়নি। জেজু বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মর্মান্তিক মৃত্যুর কারণে পুরো দেশ শোকে স্তব্ধ। সরকারের পক্ষ থেকে সব ধরনের নববর্ষের আয়োজন বাতিল করে ৪ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

প্রতি বছর নববর্ষের প্রথম প্রহর দক্ষিণ কোরিয়ার আকাশজুড়ে আলোর খেলা, বর্ণিল আতশবাজি ও ড্রোন শোতে ছেয়ে যায়। কিন্তু এবারে সেই চিরাচরিত দৃশ্যের বদলে সারা দেশে নেমে এসেছে বিষাদের ছায়া। সিউলের রেড রোড কাউন্টডাউন ইভেন্ট, স্কাই পার্ক সানরাইজ ফেস্টিভ্যাল, সিনচন কাউন্টডাউন কনসার্ট, আনসানের উইশ সানরাইজ ইভেন্টসহ বিভিন্ন স্থানের সব আয়োজন বাতিল করা হয়েছে। এমনকি সূর্যোদয়কে ঘিরে দেশজুড়ে যেসব উৎসব হওয়ার কথা ছিল, সেগুলোও বাতিল করা হয়েছে।

গত রোববার দক্ষিণ কোরিয়ার দক্ষিণ জেওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু থেকে আসা একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় প্রাণ হারান ১৭৯ জন। ল্যান্ডিং গিয়ারের ত্রুটিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার সরকার ৪ জানুয়ারি পর্যন্ত জাতীয় শোক ঘোষণা করেছে। নববর্ষের উৎসবকে শোকের কাছে স্থান দিয়ে দেশজুড়ে সব ধরনের উদ্‌যাপন নিষিদ্ধ করা হয়েছে। দেশবাসী শোকের মধ্য দিয়ে নতুন বছর শুরু করেছে।

নববর্ষের দিন যেখানে সবার জীবনে থাকে আনন্দ আর উদ্দীপনার জোয়ার, সেখানে এবারের বছরটি শুরু হয়েছে শোকাবহ পরিবেশে। কোরীয় জনগণ এমন নববর্ষের সূচনা আগে কল্পনাও করেনি।

এই মর্মান্তিক দুর্ঘটনা কেবল কোরিয়া নয়, পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের প্রিয়জন হারানোর দুঃখে দিন কাটাচ্ছে, আর পুরো দেশ একসঙ্গে তাদের সঙ্গে শোক পালন করছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert