Logo

আন্তর্জাতিক    >>   চীনের সঙ্গে তাইওয়ানের পুনর্মিলন কেউ ঠেকাতে পারবে না

চীনের সঙ্গে তাইওয়ানের পুনর্মিলন কেউ ঠেকাতে পারবে না

চীনের সঙ্গে তাইওয়ানের পুনর্মিলন কেউ ঠেকাতে পারবে না

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানের পুনর্মিলনের প্রতি তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে চলতি বছর শেষ করেছেন। নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, "কেউ চীনের সাথে তাইওয়ানের পুনর্মিলনের ঐতিহাসিক ধারা থামাতে পারবে না।" তার এই মন্তব্য চীনের দীর্ঘমেয়াদি কৌশল এবং শক্তি প্রদর্শনের একটি স্পষ্ট বার্তা। বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বেইজিং বহুদিন ধরে তাইওয়ানকে তাদের নিজস্ব অঞ্চল বলে দাবি করে আসছে। যদিও তাইওয়ান নিজেদের একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চীন এ দাবিকে উপেক্ষা করে ক্রমাগত সামরিক এবং কূটনৈতিক চাপ বাড়াচ্ছে।

- সামরিক মহড়া: ২০২৪ সালে তিনবার বড় সামরিক মহড়া চালিয়েছে চীন। বছরের শেষের দিকে তাইওয়ান জানায়, এটি ছিল এ বছরের সবচেয়ে বড় সামরিক মহড়া।

- আকাশসীমা লঙ্ঘন: চীনের সামরিক বিমান একাধিকবার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ান।

- তাইওয়ানের বিচ্ছিন্নতা: বেইজিং তাইপেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার জন্য নানা ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নববর্ষের ভাষণে শি জিনপিং তাইওয়ান প্রণালীকে "এক পরিবার" হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, "তাইওয়ান এবং চীনের জনগণ এক রক্তের সম্পর্কের বন্ধনে আবদ্ধ। কেউ এই বন্ধন ছিন্ন করতে পারবে না।" শি আরও বলেন, মাতৃভূমির পুনর্মিলন একটি ঐতিহাসিক বাস্তবতা, যা কেউ রুখতে পারবে না।

তাইওয়ান এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত মিত্র। তাইপে অস্ত্র সরবরাহকারী হিসেবে ওয়াশিংটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

- যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের উত্তেজনা: চীনের এই বার্তা এমন সময়ে এসেছে যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তাইওয়ান মার্কিন-চীন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ইস্যু।

- অস্ত্র সরবরাহ: ওয়াশিংটন তাইপের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সহযোগী।

চীন তাইওয়ান পুনর্মিলনের প্রশ্নে শক্তিশালী অবস্থান বজায় রাখছে। সামরিক মহড়া, কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক মঞ্চে প্রভাব বিস্তারের মাধ্যমে বেইজিং তার লক্ষ্য অর্জনের চেষ্টা চালাচ্ছে।

তবে, তাইওয়ান তার গণতান্ত্রিক চেতনা এবং আন্তর্জাতিক মিত্রদের সমর্থন নিয়ে চীনের এই প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। তাইওয়ান এবং চীনের মধ্যে উত্তেজনা এশিয়ার রাজনৈতিক এবং সামরিক অঙ্গনে বড় প্রভাব ফেলছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert