অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: আর্জেন্টিনার কাছে ব্রাজিলের লজ্জার হার
- By Jamini Roy --
- 25 January, 2025
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে বিশাল ব্যবধানে পরাজিত হলো ব্রাজিল। ভেনেজুয়েলার মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে মেসির উত্তরসূরীরা ৬-০ গোলের দাপুটে জয় তুলে নেয়। শনিবার (২৫ জানুয়ারি) এস্তাদিও মিসায়েল দেলগাদোতে অনুষ্ঠিত ম্যাচটি একেবারেই একপেশে ছিল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটেই ভ্যালেন্তিনো অ্যাকুনার পাস থেকে ইয়ান সুবিয়াবরে গোল করে দলকে এগিয়ে নেন। এর মাত্র এক মিনিট পরেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ তরুণ তারকা ক্লওদিও এচেভেরি দ্বিতীয় গোলটি করেন।
আক্রমণের কোনো প্রতিরোধ গড়ে তোলার আগেই ব্রাজিল নিজেদের সর্বনাশ ডেকে আনে। ম্যাচের ১১তম মিনিটে ইগোর সেরেতোর আত্মঘাতী গোলের কারণে ব্যবধান দাঁড়ায় ৩-০’তে। এরপর বিরতির আগ পর্যন্ত আর কোনো গোল না হলেও আর্জেন্টিনার আধিপত্য বজায় থাকে।
বিরতির পর আরও বিধ্বংসী রূপে দেখা দেয় আর্জেন্টিনা। ৫২তম মিনিটে অগাস্টিন রুবের্তো গোল করে ব্যবধান বাড়ান। দুই মিনিট পর এচেভেরি নিজের দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের ৭৮তম মিনিটে সান্তিয়াগো হিদালগো শেষ গোলটি করে ব্রাজিলকে বড় লজ্জায় ডুবিয়ে দেন।
ম্যাচে আর্জেন্টিনা বল দখলে রাখে ৬৩ শতাংশ সময়। ১৩টি শটের মধ্যে ৮টি ছিল সরাসরি গোলমুখে, যেখানে ব্রাজিল মাত্র ৯টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে পেরেছে। আর্জেন্টিনার রক্ষণভাগ এতটাই শক্তিশালী ছিল যে, পুরো ম্যাচজুড়ে ব্রাজিলকে কার্যত নিষ্ক্রিয় করে রেখেছিল।
ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৩টায় বলিভিয়ার মুখোমুখি হবে। আর একই দিনে ভোর ৫টা ৩০ মিনিটে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এবার ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে। ‘বি’ গ্রুপে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের এমন বড় পরাজয় টুর্নামেন্টে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, মেসির উত্তরসূরীরা শিরোপা জয়ের পথে দারুণ আত্মবিশ্বাসী সূচনা করেছে।