Logo

ক্যাম্পাস    >>   ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠক

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠক

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়ন করতে গঠিত কমিশন কলেজগুলোর বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক আয়োজন করেছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অডিটোরিয়ামে এই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির সদস্যরা, ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সাত কলেজের বিভাগীয় প্রধানরা উপস্থিত থাকবেন।

সাতটি সরকারি কলেজের জন্য একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত এই কমিশনের বৈঠকের মূল উদ্দেশ্য হলো বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য একটি স্বাধীন কাঠামোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হবে।

সম্প্রতি ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ও কমিটির সদস্যসচিব মো. জামাল উদ্দিনের সই করা একটি নোটিশে জানানো হয়, সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং তাদের জন্য একটি সমকক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামো প্রণয়নের বিষয়ে কমিটি কাজ করছে।

এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। আগামী ২৬ জানুয়ারি ইউজিসি ভবনের ৬ষ্ঠ তলায় কলেজগুলোর বিভাগীয় প্রধানদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর আগে এই কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হত।

অধিভুক্ত হওয়ার পর থেকে কলেজগুলোর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে, বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষাগত সমস্যার কারণে এই কলেজগুলোকে পৃথক করার বিষয়টি সামনে এসেছে।

বৈঠকে সাত কলেজের বিভাগীয় প্রধানদের মতামত গ্রহণ করে একটি সুসংহত রূপরেখা তৈরি করার পরিকল্পনা রয়েছে। এই কাঠামো কলেজগুলোর একাডেমিক কার্যক্রমকে আরও কার্যকর এবং স্বতন্ত্রভাবে পরিচালনা করতে সাহায্য করবে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert