Logo

আন্তর্জাতিক    >>   প্রথম নারী নাসার প্রশাসক জ্যানেট পেট্রো

প্রথম নারী নাসার প্রশাসক জ্যানেট পেট্রো

প্রথম নারী নাসার প্রশাসক জ্যানেট পেট্রো

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন জ্যানেট পেট্রো। গত সোমবার (২০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেন। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত নাসার ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা।

পেট্রো নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হয়েছেন। নতুন প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। নাসার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, "জ্যানেট পেট্রো নাসার বাজেট, কর্মসূচি এবং পরিচালনার দায়িত্বে থাকবেন। মার্কিন সিনেট নতুন প্রশাসক নিয়োগ নিশ্চিত না করা পর্যন্ত তিনিই সংস্থার নেতৃত্ব দেবেন।"

জ্যানেট পেট্রো এর আগে ফ্লোরিডায় নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ১১তম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই পদে থাকাকালে তিনি মহাকাশবন্দরটিকে একাধিক কাজে ব্যবহারের উপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি নাসার সদর দফতরে উপসহকারী প্রশাসক এবং অফিস অফ ইভালুয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মহাকাশ গবেষণার পাশাপাশি প্রশাসনিক দক্ষতায়ও তিনি নিজেকে প্রমাণ করেছেন।

পেট্রো নিউইয়র্কের ওয়েস্ট পয়েন্টে অবস্থিত ইউএস মিলিটারি একাডেমি থেকে ১৯৮১ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর বোস্টন বিশ্ববিদ্যালয়ের মেট্রোপলিটন কলেজ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার পেশাগত জীবন শুরু হয়েছিল মার্কিন সেনাবাহিনীতে একজন কমিশনড অফিসার হিসেবে।

মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন শেষে তিনি বেসামরিক ক্ষেত্রে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মহাকাশ গবেষণা, প্রশাসনিক পরিচালনা এবং নীতি প্রয়োগের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

জ্যানেট পেট্রো নাসার প্রথম নারী প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব নাসার ভবিষ্যৎ প্রকল্পগুলোকে এগিয়ে নিতে সহায়তা করবে। ফ্লোরিডার জন এফ কেনেডি স্পেস সেন্টারের পরিচালক থাকাকালে তিনি যেভাবে আধুনিকীকরণে ভূমিকা রেখেছেন, সেটি নাসার পরবর্তী পরিকল্পনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

এদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে উদ্যোক্তা ও বাণিজ্যিক নভোচারী জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার স্থায়ী প্রশাসক হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তার নিয়োগের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert