Logo

আন্তর্জাতিক    >>   বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অফ আমেরিকার প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অফ আমেরিকার প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অফ আমেরিকার প্রথম সভা অনুষ্ঠিত

গত ১৫ জানুয়ারি শুক্রবার ২০২৫ সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের হিলসাইড এভিনিউ ও ফ্লোরাল পার্কের গোল্ডেন ইয়ার্স কমিউনিটি হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অফ আমেরিকার আয়োজনে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ।

সভাটি বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ডাঃ থমাস্ দুলু রায় এর সভাপতিত্বে ও সভাপতি ড. দ্বিজেন ভট্টাচারিয়ার তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক বিষ্ণু গোপের সঞ্চালনায় আলোচনা সভার বক্তব্য রাখেন, প্রফেসর নবেন্দু দত্ত, শিতাংশু গুহ, দিলীপ নাথ ,চন্দন সেনগুপ্ত, ডক্টর থমাস দুলু রায়, প্রদীপ মালাকার, রূপ কুমার ভৌমিক,  ইউনাইটেড হিন্দুস অফ ইউ এস এ এর সভাপতি ভজন সরকার, সাধারণ সম্পাদক রামদাস ঘরামী, রিনা সাহা, তপন সেন, পার্থ তালুকদার, কুমার বাবুল সাহা, সুমন মিত্রা, সুকান্ত দাস টুটুল, পিয়াশ দাস, অমিত ঘোষ, রাজীব নন্দী, জলি সাহা, প্রদীপ কুণ্ডু, সুজয় রায়, রঞ্জিত পুরকায়স্থ, বামেশ রায়, হরি গোপাল বর্মা, প্রদীপ সূত্রধর, অজিত চন্দ্র, সুভাষ সাহা, রমেশ নাথ, রাখি মিত্র চৌধুরী, মুনমুন সাহা, চঞ্চলা চাকমা, রঞ্জিত বড়ুয়া, মিতুল ভৌমিক, স্টিফেন মন্ডল, পরেশ ধর, পরেশ সাহা, প্রমুখ।

সভায় বক্তারা বিগত বছরের কার্যক্রম ও তার ফলাফল নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন, যা সংখ্যালঘুদের অধিকার খর্ব করার লক্ষণ হিসেবে উঠে আসে। বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার রক্ষা এবং তাদের ন্যায্য সুযোগ নিশ্চিত করার জন্য ত্বরিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এছাড়াও, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের সম্প্রদায়ের বর্তমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, “সংখ্যালঘুদের অধিকার রক্ষায় একত্রে কাজ করা অপরিহার্য।”
এছাড়াও নতুন কমিটি ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে নেতৃবৃন্দ বলেন , সংগঠনের উন্নতির জন্য ভবিষ্যতে গৃহীত কার্যক্রম ও উদ্যোগগুলির উপর আলোচনা করা হয় এবং সভাটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়। সভাপতির দিকনির্দেশনায় এবং সাধারণ সম্পাদকের সঞ্চালনায় এটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। বক্তারা বাংলাদেশের বর্তমান সরকারের কার্যকলাপের তীব্র নিন্দা জানান, যা সংখ্যালঘুদের অধিকার খর্ব করছে। নতুন কমিটির পরিচিতি সভায় উপস্থিত সকলের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। এরপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অফ আমেরিকার নতুন কমিটির সদস্যদের পরিচিতি করানো হয়।

সর্বশেষে, ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অফ আমেরিকার সভাটি নতুন নেতৃত্বের উদ্ভব এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হয়ে থাকবে। সভায় উপস্থিত সদস্যগণ ভবিষ্যতের সাফল্যের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert