Logo

খেলাধুলা    >>   রবিচন্দ্রন অশ্বিনসহ ৫ ক্রীড়াবিদ পাচ্ছেন পদ্ম পুরস্কার

রবিচন্দ্রন অশ্বিনসহ ৫ ক্রীড়াবিদ পাচ্ছেন পদ্ম পুরস্কার

রবিচন্দ্রন অশ্বিনসহ ৫ ক্রীড়াবিদ পাচ্ছেন পদ্ম পুরস্কার

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত করা হচ্ছে। ৩৮ বছর বয়সী এই অফস্পিনার গত বছর বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তার অসাধারণ ক্রীড়া জীবনের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে এ সম্মানে ভূষিত করছে। প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার ঐতিহ্যের অংশ হিসেবেই অশ্বিনের নাম ঘোষণা করা হয়েছে।

অশ্বিনের পাশাপাশি আরও চারজন ক্রীড়াবিদ এ বছর বেসামরিক সম্মান পাচ্ছেন। এদের মধ্যে ভারতের হকির তারকা পিআর শ্রীজেশ পাচ্ছেন তৃতীয় সর্বোচ্চ পদক পদ্মভূষণ। পদ্মশ্রীতে ভূষিত বাকি তিনজন হলেন প্যারা-অলিম্পিক স্বর্ণজয়ী হরবিন্দর সিং, ফুটবলের আইকন ইনিভালাপ্পিল মানি বিজয়া এবং খ্যাতিমান প্যারা-অলিম্পিক কোচ সত্যপাল সিং।

অশ্বিন তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছেন। ১০৬ টেস্ট ম্যাচে ৫৩৭ উইকেট নিয়ে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি। এছাড়াও তার নামের পাশে রয়েছে ৩৫০৩ রান এবং ৬টি টেস্ট সেঞ্চুরি। ১৫৬ ওয়ানডে ম্যাচে ১৫১ উইকেট এবং ৭২টি টি-টোয়েন্টিতে ৬১ উইকেট শিকার করেছেন তিনি।

অশ্বিন গত বছরের ১৮ ডিসেম্বর জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেন। তার এই আকস্মিক অবসর ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলে। তামিলনাড়ুর প্রথম ক্রিকেটার হিসেবে পদ্মশ্রী সম্মান পেয়ে তিনি নিজের রাজ্যকে গর্বিত করেছেন।

পিআর শ্রীজেশ, ভারতের হকির অন্যতম সেরা গোলরক্ষক, টোকিও অলিম্পিক এবং প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ প্লে-অফে জার্মানিকে এবং প্যারিসে স্পেনকে হারায় ভারত।

হরবিন্দর সিং, যিনি প্যারা-অলিম্পিকে আর্চারিতে ভারতের প্রথম স্বর্ণজয়ী আর্চার হিসেবে ইতিহাস গড়েছেন। ২০২৪ সালের প্যারা-অলিম্পিকে তিনি পোল্যান্ডের লুকাস সিজেককে হারিয়ে ব্যক্তিগত রিকার্ভ ওপেনে সোনা জিতেছিলেন।

সাবেক ফুটবলার ইনিভালাপ্পিল মানি বিজয়া ভারতের জাতীয় দলের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। বাইচুং ভুটিয়ার সঙ্গে তার জুটি ভারতের ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তিনি তিনবার ইন্ডিয়ান প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন এবং ২০০৩ সালে অর্জুনা অ্যাওয়ার্ড পান।

অ্যাথলেটিকস কোচ সত্যপাল সিং প্যারা-অলিম্পিক প্রশিক্ষণে অসামান্য ভূমিকা রেখেছেন। তিনি টার্গেট অলিম্পিক মেডেল স্পোর্টস একাডেমির প্রধান হিসেবেও কাজ করছেন।

২০২৫ সালের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু মোট ১৩৯টি পদ্ম পুরস্কারের অনুমোদন করেছেন। এই পুরস্কারগুলো ১৪০ জন ব্যক্তিকে দেওয়া হবে, যার মধ্যে দুইজন যৌথভাবে পাচ্ছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert