রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কারের আহ্বান অর্থ উপদেষ্টার
- By Jamini Roy --
- 26 January, 2025
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজস্ব আদায় ও ব্যয়ের ক্ষেত্রে যৌক্তিকতা বজায় রাখা জরুরি। তিনি এই বিষয়টিতে গুরুত্বারোপ করে বলেন, “রাজস্ব আদায় যেন সঠিক পদ্ধতিতে হয় এবং ব্যয় যেন অপরিকল্পিত না হয়, সেদিকে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন।” রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন অর্থনীতির সংস্কার। আমাদের আইনি কাঠামো এবং প্রক্রিয়াগুলো ঠিকঠাক রয়েছে, কিন্তু সেগুলোর সঠিক ব্যবহার হচ্ছে না। সরকারের উচিত এই সিস্টেমগুলো কার্যকরভাবে প্রয়োগ করা।”
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা চাই আপনারা একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুন। সবকিছুর দাম একসঙ্গে কমবে না বা একসঙ্গে বাড়বে না। তবে এটা ঠিক যে জনগণ কষ্টে আছে। আমাদের দায়িত্ব হলো সেই কষ্ট লাঘব করার উপায় খুঁজে বের করা।”
অর্থ উপদেষ্টা জানান, রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশ মোটামুটি সঠিক পথে আছে। তবে তিনি সতর্ক করেন যে প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত দিক থেকে এখনও অনেক পিছিয়ে রয়েছে দেশ। “আমাদের আধুনিক যুগে প্রবেশ করতে হবে এবং রাজস্ব ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে আরও কার্যকর করতে হবে,” বলেন তিনি।
রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, “রাজস্ব ব্যয় নির্বিচারে করা মোটেই সঠিক হবে না। আমাদের অবশ্যই যৌক্তিকভাবে রাজস্ব আদায় এবং ব্যয়ের প্রক্রিয়া চালাতে হবে। এটি জনগণের প্রত্যাশা এবং এটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
ড. সালেহউদ্দিন আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে রাজস্ব সংগ্রহ এবং তার যথাযথ ব্যয় করা একটি চ্যালেঞ্জ। তবে যৌক্তিক পরিকল্পনা এবং কার্যকর প্রক্রিয়া অবলম্বন করলে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।
তিনি আরও বলেন, “আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় যে সংস্কার প্রয়োজন, তা এখনই করা উচিত। প্রযুক্তিগত সক্ষমতা অর্জন এবং সিস্টেমের যথাযথ ব্যবহারের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনাকে আরও উন্নত করা যাবে।”
এনবিআর আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞরা রাজস্ব সংগ্রহ, ব্যয় এবং প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় প্রযুক্তিগত উন্নয়ন ও প্রক্রিয়ার সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের রাজস্ব খাতকে আধুনিক করার আহ্বান জানানো হয়।