Logo

ইউএসএ নিউজ    >>   বীর মুক্তিযোদ্ধা শেখ আখতার উল ইসলামের স্মরণে নিউইয়র্কে শোকসভা—শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতায় স্মৃতিচারণ

বীর মুক্তিযোদ্ধা শেখ আখতার উল ইসলামের স্মরণে নিউইয়র্কে শোকসভা—শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতায় স্মৃতিচারণ

বীর মুক্তিযোদ্ধা শেখ আখতার উল ইসলামের স্মরণে নিউইয়র্কে শোকসভা—শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতায় স্মৃতিচারণ

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
সদ্য প্রয়াত কক্ষপথ-৭১ নিউইয়র্কের সম্মানিত আহ্বায়ক, প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র সহ-সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা শেখ আখতার উল ইসলামের স্মরণে এক আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ জানুয়ারি ২০২৬ রবিবার বিকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই শোকসভায় প্রবাসী মুক্তিযোদ্ধা, রাজনৈতিক কর্মী, আইনজীবী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় এই গুণী মানুষটিকে স্মরণ করেন।


শোকসভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন কক্ষপথ-৭১ নিউইয়র্কের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিয়া জাকির। বক্তব্য দেন কক্ষপথ-৭১ নিউইয়র্কের সদস্য সচিব অ্যাডভোকেট জয়জিত আচার্য্য এবং প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ উল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠক ও কলামিস্ট ডা. আজিজুল হক,বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক কল্লোল দাশ, যুক্তরাষ্ট্র মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, আলিম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিথুন আহমেদ, সাংবাদিক ও কক্ষপথ-৭১ এর উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমানসহ প্রমুখ ।


বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ আখতার উল ইসলাম ছিলেন একজন বন্ধুপ্রিয়, পরোপকারী ও নির্মল হৃদয়ের মানুষ। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদান যেমন জাতির ইতিহাসে স্মরণীয়, তেমনি প্রবাসে থেকেও তিনি আজীবন মানবকল্যাণ ও দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে তিনি সর্বদা গভীরভাবে ভাবতেন এবং উদ্বেগ প্রকাশ করতেন বলে বক্তারা স্মরণ করেন।


শোকসভায় তাঁর বর্ণাঢ্য কর্মজীবন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও প্রবাসে সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডের নানা দিক গভীর শ্রদ্ধার সঙ্গে আলোচিত হয়। বক্তারা বলেন, শেখ আখতার উল ইসলাম শুধু একজন মুক্তিযোদ্ধা বা আইনজীবীই নন—তিনি ছিলেন মানবিকতা, সততা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শেষপর্যন্ত ১মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শোকসভা সমাপ্ত হয়। প্রবাসী বাংলাদেশি সমাজে তাঁর শূন্যতা অপূরণীয় বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

ভিডিও দেখুন:-

ফটো গ্যালারি দেখুন:-