Logo

ইউএসএ নিউজ    >>   ‘হিরোস অব দ্য মান্থ’ খেতাবপ্রাপ্ত এনওয়াইপিডি সার্জেন্ট তালহা আহমেদ গ্রেফতার: পারিবারিক সহিংসতার ঘটনায় হস্তক্ষেপ করতে গিয়ে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ

‘হিরোস অব দ্য মান্থ’ খেতাবপ্রাপ্ত এনওয়াইপিডি সার্জেন্ট তালহা আহমেদ গ্রেফতার: পারিবারিক সহিংসতার ঘটনায় হস্তক্ষেপ করতে গিয়ে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ

‘হিরোস অব দ্য মান্থ’ খেতাবপ্রাপ্ত এনওয়াইপিডি সার্জেন্ট তালহা আহমেদ গ্রেফতার: পারিবারিক সহিংসতার ঘটনায় হস্তক্ষেপ করতে গিয়ে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
এক সময় সাহসিকতার জন্য সম্মানিত, আজ গুরুতর অভিযোগে অভিযুক্ত—নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সার্জেন্ট তালহা আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে নগরজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পাঁচ বছর আগে একটি পারিবারিক সহিংসতার ঘটনা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে ‘হিরোস অব দ্য মান্থ’ খেতাব পাওয়া এই পুলিশ কর্মকর্তাকেই আবার একই ধরনের একটি ঘটনার সময় গ্রেফতার হতে হলো।
ঘটনাটি ঘটে ব্রুকলিনের সিক্সটি ওয়ান প্রিসিঙ্কট এলাকায়, গত ৩০ ডিসেম্বর। পারিবারিক সহিংসতার শিকার এক নারীর ৯১১ কলের সূত্র ধরে সার্জেন্ট তালহা আহমেদ দলবল নিয়ে ঘটনাস্থলে যান। আদালতে দেওয়া অভিযোগ অনুযায়ী, ওই সময় তিনি বাদীর নিতম্বে জোরপূর্বক স্পর্শ করেন। অভিযোগের ভিত্তিতে তাকে গত শুক্রবার গ্রেফতার করা হয়। পরে মুচলেকায় মুক্তি পেলেও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাকে।
মঙ্গলবার দিনভর নিউইয়র্কভিত্তিক বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে এই খবর বিশেষ গুরুত্ব পায়। ২৮ বছর বয়সী তালহা আহমেদের বিরুদ্ধে জোরপূর্বক স্পর্শ, যৌন অসদাচরণ, যৌন নির্যাতন ও হয়রানিসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে সার্জেন্ট তালহার আইনজীবী পিটার ব্রিল সংবাদমাধ্যমকে বলেন,“এটি অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি—যখন আপনি কাউকে সাহায্য করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই যৌন নির্যাতনের অভিযোগের মুখোমুখি হন।” 
উল্লেখ্য, তালহা আহমেদ ২০১৯ সালের জুলাই মাসে এনওয়াইপিডিতে যোগ দেন। দায়িত্ব পালনকালে সাহসিকতার স্বীকৃতি হিসেবে ২০২১ সালের এপ্রিল মাসে তৎকালীন ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামসের কাছ থেকে ‘হিরোস অব দ্য মান্থ’ খেতাব লাভ করেন তিনি। এর আগে, ২০২১ সালের ৪ জানুয়ারি ব্রুকলিনের ক্রাউন হাইটসে একটি ভয়াবহ পারিবারিক বিরোধের ঘটনায় সাহসিকতার পরিচয় দেন তালহা। একটি বাসার রান্নাঘরে ১৩ ইঞ্চি লম্বা ছুরি হাতে এক ব্যক্তি উন্মত্ত আচরণ করছিল। ওই ব্যক্তি এক পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করলে তার আঘাতনিরোধী জ্যাকেটের কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তালহা আহমেদ গুলি চালান এবং উন্মত্ত ব্যক্তিকে নিবৃত করে গ্রেফতার করেন।
সাহসিকতার সেই স্বীকৃতি পাওয়া পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ ওঠায় বিষয়টি ঘিরে জনমনে তীব্র আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের দিকেই এখন তাকিয়ে আছে নিউইয়র্কবাসী। সূত্র : প্রবাসী টিভি