সাত বছর পর আবারও ফ্রান্সের সরকারি মাসিক পত্রিকায় স্বীকৃতি পেল ফ্রান্স উদীচী: ২০১৯–২০২৬ ভাষা আন্দোলন থেকে দাবা কূটনীতি—সংস্কৃতি ও সংহতির অনন্য উদাহরণ
প্রজ্ঞা নিউজ ডেস্ক, কিরণময় মন্ডল ( ফ্রান্স ) :
প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও বহুজাতিক সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার ধারাবাহিক সংগ্রামে এক ঐতিহাসিক স্বীকৃতি অর্জন করলো ফ্রান্স উদীচী শিল্পী গোষ্ঠী। সাত বছর পর, ২০২৬ সালে আবারও ফ্রান্সের সরকারি মাসিক পত্রিকায় স্থান করে নিয়েছে উদীচীর কার্যক্রম—যা প্রবাসী সাংস্কৃতিক আন্দোলনের জন্য নিঃসন্দেহে এক গর্বের অধ্যায়।
এর আগে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ফ্রান্স উদীচীর দীর্ঘদিনের আন্দোলনের ফল হিসেবে প্রথমবার সরকারি স্বীকৃতি পায় সংগঠনটি। ২০১৩ সাল থেকে ফ্রান্সে বসবাসরত শতাধিক জাতিগোষ্ঠীর মাতৃভাষার মর্যাদা ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকারের পৃষ্ঠপোষকতায় ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছিল ফ্রান্স উদীচী। দীর্ঘ ছয় বছরের ধারাবাহিক আন্দোলনের পর ২০১৯ সালে সেই দাবি বাস্তবায়িত হয় এবং তা-ই প্রথমবার ফ্রান্সের সরকারি পত্রিকায় উদীচীর কাজকে স্বীকৃতির আলোয় নিয়ে আসে।
২০২৬ সালে এসে আবারও সরকারি পত্রিকায় উদীচীর নাম উঠে আসার পেছনে রয়েছে এক ব্যতিক্রমী সাংস্কৃতিক উদ্যোগ—“বিজয় কাপ” দাবা প্রতিযোগিতা। মহান বিজয় দিবস উপলক্ষে একসময় ফ্রান্স উদীচীর উদ্যোগে বাংলাদেশি দাবাড়ুদের সঙ্গে অন্যান্য জাতিগোষ্ঠীর দাবাড়ুদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা শুরু হয়। গত ৬ ডিসেম্বর, ফ্রান্স উদীচী ও মেরী দাবা ক্লাবের যৌথ আয়োজনে নবমবারের মতো “বিজয় কাপ” দাবা প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতা ইতোমধ্যে ফ্রান্স দাবা ফেডারেশনের অন্তর্ভুক্তি লাভ করেছে, যা এর আন্তর্জাতিক মান, সম্ভাবনা ও গুরুত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভবিষ্যতে প্রতিযোগিতার বিস্তৃতি ও প্রভাব বিবেচনায় নিয়ে ফরাসি সরকারিভাবে প্রকাশিত মাসিক পত্রিকায় আবারও এই আয়োজন ও ফ্রান্স উদীচীর ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হয়।
ভাষা, সংস্কৃতি ও ক্রীড়াকে কেন্দ্র করে বহুজাতিক সংহতি ও সাংস্কৃতিক কূটনীতির যে সেতুবন্ধন ফ্রান্স উদীচী নির্মাণ করে চলেছে—এই সরকারি স্বীকৃতি তারই প্রাতিষ্ঠানিক স্বাক্ষর। প্রবাসে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠায় ফ্রান্স উদীচীর এই অর্জন নিঃসন্দেহে এক অনুকরণীয় দৃষ্টান্ত।


















