“ দাম দিয়ে কিনেছি বাংলা” শিরোনামে আড্ডা’র মহান বিজয় দিবস উদযাপন: মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন প্রজন্মের আবেগী অংশগ্রহণ
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর—দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাঙালি জাতি অর্জন করে স্বাধীনতা। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া সেই বিজয়ের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই নিউইয়র্কে অনুপ দাশ ড্যান্স একাডেমি’র আয়োজনে অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠান “আড্ডা—দাম দিয়ে কিনেছি বাংলা”।
গত ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার আল আকসা পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা ও বাঙালির গৌরবময় অধ্যায়কে তুলে ধরা হয় গান, নৃত্য, কবিতা ও আলোচনার মাধ্যমে।
বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম বাবলু–এর নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। “মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করে বিপুলসংখ্যক কিশোর-কিশোরী। নতুন প্রজন্মের এই অংশগ্রহণ ও তাদের ভাবনায় মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন উপস্থিত সকলের মাঝে আশার সঞ্চার করে। আলোচনায় অংশ নেন অনিন্দ্য সেন ভৌমিক, জয়িতা অরোরা ও শৌভিত রায়চৌধুরী।
চন্দন চৌধুরী–র পরিচালনায় গানের পর্বে আড্ডার ক্ষুদে শিল্পীরা পরিবেশন করে মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী গান—
“সূর্যদয়ে তুমি সূর্যাস্তে ও তুমি”, “ও আমার বাংলাদেশ”, “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল”, “আমরা বাংলায় গাই”, “দাম দিয়ে কিনেছি বাংলা”।
শিল্পী হিসেবে অংশ নেয় অর্জুন, শৌভিক, আরাধ্যা ও অভিয়াংশু। পরিবেশনাগুলো শ্রোতাদের মানসিকভাবে ফিরিয়ে নিয়ে যায় ১৯৭১ সালের রক্তাক্ত দিনগুলোতে।
এরপর নৃত্য পর্বে “মুক্তির মন্দির সোপানতলে” পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় ৩০ লক্ষ শহীদের প্রতি। নৃত্যে অংশ নেন অদিতি রয়, আদ্রিকা সেন ভৌমিক, অসমিতা দাস, সংযুক্তা দেবনাথ, সারবনী দেবনাথ ও সৃজিতা হিয়া। নৃত্য পরিচালনায় ছিলেন সৃজিতা হিয়া। তাদের সাবলীল ও আবেগঘন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অতিথি শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় মুক্তির গান। এতে অংশ নেন প্রিয়াংকা দাশ, শৌভিত রায়চৌধুরী, রুনা রায় ও রুমা চৌধুরী। কবিতা পাঠে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনা তুলে ধরেন গবেষক ও ছড়াকার ড: ধনঞ্জয় সাহা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও, শ্যাম বৈদ্য ও কবি বনানী সিনহা।
অতিথি পর্বে সংগঠনের প্রধান আলপনা গুহ–এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঙালীয়ানা’র সম্পাদক সাগর লোহানী, রওশন আরা নিপা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক কল্লোল দাশ, যুক্তরাষ্ট্র মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জামাইকা শাখার সভাপতি আশিষ রায়।
অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতা করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ ও স্বপ্ন সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাকে জাতীয় পতাকা ও লাল গোলাপ দিয়ে সম্মান জানানো হয়—যা ছিল অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত।
সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন ইয়াকুব আলী মিঠু ও সংগঠনের সহ-প্রধান সুমিত্রা সেন ।অনুষ্ঠান পরিচালনায় সংগঠনের সহ-প্রধান সুমিত্রা সেন পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। যন্ত্র সংগীতে ছিলেন স্বপন দত্ত। সার্বিক সহযোগিতায় ছিলেন গণেশ ভৌমিক, সুকুমার দেবনাথ, সুমিত্রা সেন ও ইয়াকুব আলী মিঠু।
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার এই আয়োজন উপস্থিত সকলের কাছে হয়ে ওঠে এক অনন্য স্মরণীয় বিজয় দিবস।


















