Logo

ইউএসএ নিউজ    >>   বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রঙ্কস শাখার কোষাধ্যক্ষ বদরুল চৌধুরীর মাতৃবিয়োগ: হাজেরা চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্রে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রঙ্কস শাখার কোষাধ্যক্ষ বদরুল চৌধুরীর মাতৃবিয়োগ: হাজেরা চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্রে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রঙ্কস শাখার কোষাধ্যক্ষ বদরুল চৌধুরীর মাতৃবিয়োগ: হাজেরা চৌধুরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্রে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রঙ্কস শাখার কোষাধ্যক্ষ বদরুল চৌধুরীর মমতাময়ী মা এবং বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক আয়শা খাতুনের শাশুড়ি হাজেরা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ জানুয়ারি ভোর ৫টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার নামাজে জানাজা আগামী ৬ জানুয়ারি, বাদ এশা, নিউ বোল্ড জামে মসজিদে (New Bold Jame Masjid) অনুষ্ঠিত হবে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সকলকে জানাজায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


হাজেরা চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ যুক্তরাষ্ট্রের প্রবাসী সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রঙ্কস শাখার সাধারণ সম্পাদক কাবির হোসাইন, জ্যামাইকা শাখার সভাপতি আশীষ রায়, সাধারণ সম্পাদক হিরো চৌধুরী, উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও, সাধারণ সম্পাদক কল্লোল দাশ, প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র সভাপতি হাফিজুল হক, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চুসহ সমমনা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, হাজেরা চৌধুরী ছিলেন একজন স্নেহশীলা মা ও সমাজসচেতন মানুষ। তাঁর মৃত্যু পরিবার, স্বজন ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।