Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: চাইছি ক্ষমা—সুজন দাশ

কবিতা: চাইছি ক্ষমা—সুজন দাশ

কবিতা: চাইছি ক্ষমা—সুজন দাশ

চাইছি ক্ষমা 
সুজন দাশ 

তার ছিঁড়েছে মানবতার,
দিপু তোমায় বলবো কী আর?
আইন নিচ্ছে হাতে যে যার,  
পক্ষপাতে ধুকছে বিচার!

সংখ্যালঘু হলেই মরণ, 
বইতে যে হয় রক্ত ক্ষরণ! 
কেউ ভাসে না নীতির তোড়ে,
সব লুটা যায় গায়ের জোরে।

স্রষ্টা বলে থাকলে কিছু, 
লজ্জাতে রোজ হচ্ছে নিচু! 
সব শিয়ালের রা যেন এক, 
চাইছি জাগুক বিশ্ব বিবেক।

পাললে কেহ মূর্খ সমাজ,
মস্তকে তার থাকবে না তাজ!
কাল মেটাবে কালেরই ঋণ,
আঁধার ফুঁড়ে আসবে সুদিন।

ক্রোধের বসে ফুটছে যারা, 
নয় মানবিক মানুষ তারা! 
ঘৃণার বারুদ রইল জমা,
করজোড়ে চাইছি ক্ষমা।