Logo

রাজনীতি    >>   খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি ঘোষণা বিএনপির

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি ঘোষণা বিএনপির

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুতে সাতদিনের শোক কর্মসূচি দিয়েছে বিএনপি। বুধবার জানাজা শেষে জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামী সাতদিনব্যাপী দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং প্রত্যেকটা অফিসে কোরআন খতম ও দোয়া মাহফিল করা হবে। 

রুহুল কবির রিজভী বলেন, এ ছাড়া নয়াপল্টন এবং গুলশান কার্যালয়ে শোক বই খোলা হবে। পরবর্তীতে দাফন কাফনের সময়সূচি জানানো হবে। এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।





Two Random Colors on a Flag

Two Random Colors on a Flag