বিজয়ের দিনে চট্টলায় ঐতিহাসিক আগমন: শ্রী গৌর-নিতাই প্রভুর চতুর্দশ বংশধর এডভোকেট বিধান বিহারী গোস্বামীর চট্টগ্রাম সফর
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
মাস্টারদা সূর্য সেনের বীর চট্টলা আজ বিজয়ের দিনে এক গৌরবোজ্জ্বল মুহূর্তের সাক্ষী হলো। ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে পদার্পণ করেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্যসঙ্গী শ্রী গৌর নিতাই প্রভুর চতুর্দশ বংশধর ও বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এডভোকেট শ্রী বিধান বিহারী গোস্বামী।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী সুশান্ত কুমার চক্রবর্তী। সফরসঙ্গী হিসেবে আরও ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক শ্রী নারায়ণ চন্দ্র সাহা, নির্বাহী সভাপতি শ্রী অভয় কুমার রায়সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বিমানবন্দরে বাংলাদেশ হিন্দু মহাজোটের চট্টগ্রাম বিভাগ, উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর শাখার নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে আগত অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান। বিজয় দিবসের এই ঐতিহাসিক দিনে তাঁদের আগমন চট্টগ্রামের ধর্মীয় ও সামাজিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণার সঞ্চার করেছে বলে নেতৃবৃন্দ মন্তব্য করেন।
নেতারা জানান, এই সফরকে ঘিরে চট্টগ্রামে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হবে, যা সম্প্রীতি, ঐক্য ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।

















