Logo

ইউএসএ নিউজ    >>   আমেরিকায় কাবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠান ৪ জানুয়ারি

আমেরিকায় কাবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠান ৪ জানুয়ারি

আমেরিকায় কাবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠান ৪ জানুয়ারি

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে প্রবাসী কাবিরহাটবাসীর ঐক্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গীকারের নতুন যাত্রা শুরু হলো কাবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ–এর গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির মতবিনিময় সভার মধ্য দিয়ে। গতকাল রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) নিউইয়র্কের ব্রুকলিনের দারুচিনি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে আয়োজিত এ সভায় কমিউনিটির বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠক এবং প্রবাসী কাবিরহাটবাসী বিপুল উৎসাহে অংশ নেন।

সভার শুরুতেই সংগঠনের সভাপতি মির্জা মোহাম্মদ হোসেন এবং সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, প্রবাসে কাবিরহাটবাসীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্দেশ্যেই এই সংগঠনের যাত্রা। সাংস্কৃতিক গৌরব, পারস্পরিক সহায়তা এবং সমন্বিত সামাজিক অগ্রযাত্রা হবে এর মূল ভিত্তি।

গ্র্যান্ড উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত এ সভায় বক্তারা প্রবাসী কাবিরহাটবাসীর সামাজিক বন্ধন সুদৃঢ় করা, তরুণ প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখা এবং কমিউনিটিতে ইতিবাচক ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।
সভায় প্রবাসী কাবিরহাটবাসীর ঐক্যের নতুন অধ্যায় হিসেবে উপস্থিত সকলের মাঝে গভীর প্রত্যাশা ও অনুপ্রেরণার সঞ্চার করেছে। আগামী ৪ জানুয়ারি রবিবার বিকেল ৬টায় নিউইয়র্কের ব্রুকলিনের দারুচিনি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে কাবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ–এর গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।