Logo

আন্তর্জাতিক    >>   প্রখ্যাত শিল্পী মতলুব আলী আর নেই — শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে

প্রখ্যাত শিল্পী মতলুব আলী আর নেই — শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে

প্রখ্যাত শিল্পী মতলুব আলী আর নেই — শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
প্রখ্যাত চিত্রশিল্পী, গীতিকবি ও সুরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক, রংপুরের সন্তান মতলুব আলী (বাবলু) আর নেই। আজ মঙ্গলবার গভীর রাতে (আনুমানিক রাত ২টা ৩০ মিনিটে) ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর স্ত্রী, প্রখ্যাত গিটারের শিল্পী রেহানা মতলুব (রেখা) তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শিল্পকলার ঐতিহ্য ও বাংলাদেশের চারুকলা আন্দোলনে অসামান্য অবদান রাখা মতলুব আলী ছিলেন একাধারে চিত্রশিল্পী, সঙ্গীত রচয়িতা, সুরকার এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সাংস্কৃতিক কর্মী। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে “লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়” নামে অনুপ্রেরণামূলক গানের রচয়িতা হিসেবে তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন। তাঁর এই গানটি স্বাধীনতার আনন্দে আন্দোলিত লক্ষ মানুষের কণ্ঠে উচ্চারিত হয়েছিল বিজয়ের দিনভোর।
বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে তাঁর বহু দশকের অসাধারণ কাজ ও অবদান সম্মানের সঙ্গে স্মরণ করছে দেশের প্রজন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অধ্যাপনা করে তিনি গড়ে তুলেছিলেন অগণিত ছাত্রছাত্রী, যাদের হাতে গড়ে উঠেছে বাংলাদেশের সমসাময়িক চিত্রকলা আন্দোলনের ধারাবাহিকতা।
তার পাশাপাশি তিনি সাপ্তাহিক ‘সন্ধান’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং নিয়মিত লেখালেখি করতেন এই পত্রিকায়। তাঁর সৃজনশীলতা ছড়িয়ে ছিল কবিতা, গানে, চিত্রকলা ও আন্দোলনের মেলবন্ধনে।
তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনসহ যুক্তরাষ্ট্রপ্রবাসী নানা সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শোকের ছায়ায় নিমজ্জিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও এবং সাধারণ সম্পাদক কল্লোল দাশ এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেন—“মতলুব আলী ছিলেন সাংস্কৃতিক মুক্তিযুদ্ধে আমাদের সহযোদ্ধা। তাঁর স্মৃতি ও সৃষ্টি আমাদের মাঝে চিরজাগ্রত থাকবে।”
এছাড়াও প্রজ্ঞা ফাউন্ডেশন ইউএসএ ইনক., ‘প্রজ্ঞা’ পত্রিকা, ‘বণ্হিশিখা’, Bengali International Literary Society (BILS), বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জ্যামাইকা শাখা এবং বিভিন্ন প্রবাসী সাংস্কৃতিক সংগঠন তাঁদের সুখ্যাত শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাঁদের আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী যুগসন্ধিকালে যেমনভাবে মতলুব আলী ছিলেন সংগ্রামী শিল্পীর প্রতীক—তেমনি তাঁর মৃত্যু বাংলাদেশের চারুকলা ও সাংস্কৃতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটাল। তাঁর প্রতি চিরশ্রদ্ধা।