Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনা ১৮ অক্টোবর

নিউইয়র্কে বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনা ১৮ অক্টোবর

নিউইয়র্কে বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনা ১৮ অক্টোবর

প্রজ্ঞা নিউজ ডেস্ক: 
প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএসএ-এর উদ্যোগে আগামী ১৮ অক্টোবর ২০২৫, শনিবার বিকেল ৪টা নিউইয়র্কের জ্যাকসন হাইটসের Jewish Center-এ অনুষ্ঠিত হবে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশারফ হোসেন খান চৌধুরী-এর সংবর্ধনা অনুষ্ঠান।
বাংলাদেশে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান এবং সমাজসেবায় নিরলস ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হচ্ছে।
সংগঠনের আহ্বায়ক ও Bangladesh Society-এর সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম এবং সদস্য সচিব শামসুউদ্দিন আহমেদ শামীম এক যৌথ বিবৃতিতে কমিউনিটির সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের উক্ত অনুষ্ঠানে আন্তরিকভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, প্রবাসে থেকেও মোশারফ হোসেন খান চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর এই অবদানকে প্রবাসী বাংলাদেশিরা গর্বের সাথে স্মরণ ও সম্মান জানাবেন সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে।
স্থান: Jewish Center, Jackson Heights, New York
তারিখ ও সময়: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, বিকেল ৪টা ।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন