
নিউইয়র্কে সার্বজনীন দুর্গোৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু ২৭ সেপ্টেম্বর
প্রজ্ঞা বিজ্ঞাপন ডেস্ক:
নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থিত ওম শক্তি মন্দিরে আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত হবে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব।
পাঁচদিনব্যাপী এই মহোৎসবে থাকছে প্রতিদিন পূজা-অর্চনা, অঞ্জলি, সন্ধ্যা আরতি ও ভক্তদের জন্য প্রসাদ বিতরণ। মহাঅষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্ঠিত হবে এবং বিজয়া দশমীতে সিঁদুর খেলা হবে ভক্তদের অংশগ্রহণে।
এছাড়া প্রতিদিন সন্ধ্যার পর থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে জনপ্রিয় শিল্পীরা সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশন করবেন। পূজা পরিচালনা করবেন শ্রী গৌরাঙ্গ দাস ও শ্রী বরুণ সাহা।