Logo

আন্তর্জাতিক    >>   বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ-এর উদ্যোগে ৫০তম জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ-এর উদ্যোগে ৫০তম জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ-এর উদ্যোগে ৫০তম জাতীয় শোক দিবস পালন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গত সোমবার, ১৮ আগস্ট ২০২৫, সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের এষ্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় জাতীয় শোক দিবস। খবর আইবিএননিউজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল বাশার মিলন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।


আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা, ১৯৭২ সালের প্রথম বাকসু ছাত্র সংসদের জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদিপ রঞ্জন কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও দিল্লি দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাবান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর চিচি, ফারুক হোসাইন, এবিএম জাকির হোসেন হিরু ভূঁইয়া, আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা হারুন অর রশিদ, উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা মোঃ আকতার হোসেন, শেখ হাসিনা মন্ত্রের সাধারণ সম্পাদক কায়কোবাদ খান এবং মতিউর রহমান ফুলু।


সভায় বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ উপদেষ্টা টি. মোল্লাহ, সদস্য সচিব আবুল এইচ হাবিব, সহ-সভাপতি ফারুক হোসাইন, মতিউর রহমান, মোঃ মোস্তফা, সফিকুল ইসলাম, নেতৃবৃন্দ আজহার ইসহাক খোকা, আমিনুল ইসলাম খান, মনিরুল ইসলাম, এমএ জিন্নাত, শহিদুল ইসলাম, কবির হোসাইন, শেখ শাহিন, জিয়াউল হক বিপ্লব, সাইফুল ইসলাম, আসাদ সুমন, নিলুফার ইয়াসমীন প্রমুখ।


আলোচনা সভার শুরুতে ভাষা আন্দোলন, ছয় দফা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, ১৫ আগস্টের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাত, ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলা, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক সংগ্রামে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরিশেষে জাতীয় শোক দিবস উপলক্ষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়। সূত্র : হাকিকুল ইসলাম খোকন