স্বেচ্ছাসেবক লীগের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের ৫৫তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রে স্মরণসভা ও দোয়া মাহফিল
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের প্রতীক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৫তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও জাতির চলমান সংকটময় মুহূর্তে এ বছর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসর্গ করা হয় গণতন্ত্র ও মানবাধিকারের জন্য প্রাণ দেওয়া সকল শহীদদের উদ্দেশ্যে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, এবং সাংগঠনিক সম্পাদক এমদাদ এইচ ভুইয়া
অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।
এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও অন্যান্য সাবেক নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ এবং ছাত্রলীগের নেতা হৃদয় মিয়া
শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং শেষে মোনাজাত পরিচালনা করেন সাবেক যুক্তরাষ্ট্র স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সোলায়মান আলী

















