গোপালগঞ্জে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গোপালগঞ্জে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ বাহিনীর হামলায় নিরীহ মানুষ নিহত এবং গণগ্রেফতারের প্রতিবাদে ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে ।
এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।
ওয়াশিংটন ডিসির পথে যাত্রাকালে বাসে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ।
প্রতিবাদ সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এমদাদ এইচ ভুইয়া ।
এছাড়াও বক্তব্য রাখেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, মেট্রো ওয়াশিংটন ও ভার্জিনিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
এছাড়া বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান আলী, শরীফ কামরুল আলম হীরা, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, নেত্রী মহসিনা জান্নাত রিমি, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে ইউনুস ও শফিকের ছবি সম্বলিত পোস্টার ডাস্টবিনে ফেলে জুতা ও আবর্জনা নিক্ষেপের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ জানানো হয় ।

















