Logo

আন্তর্জাতিক    >>   রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ

রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ

রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ

প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক, আমেরিকা:

বাংলাদেশের রংপুর জেলার গঙ্গাচড়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর চালানো সহিংস হামলা, লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নিউইয়র্কে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ জুলাই সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মিনহাজ আহমেদ শাম্মু, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সান্যাল, সাংগঠনিক সম্পাদক গোপন সাহা, কোষাধ্যক্ষ সুতপা মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক শারমিন নাহার নিরু, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক জয়তুর্য চৌধুরী, নবেন্দু দত্ত, মোহাম্মদ আলী সিদ্দিকী, হুসনে আরা বেগম, মুজাহিদ আনসারী, সোলায়মান আলী, দীনেশ মজুমদার ও ঝর্ণা চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, “গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নে একটি মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরীহ মানুষের ওপর যেভাবে পরিকল্পিত হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক এবং মানবাধিকার লঙ্ঘনের জঘন্যতম উদাহরণ।”

তাঁরা বলেন, “একটি কিশোরের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগকে সামনে রেখে পুরো একটি সম্প্রদায়ের ওপর সহিংসতা চালানো কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।”

বক্তারা আরও উল্লেখ করেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনুস সরকারের ব্যর্থতা অত্যন্ত স্পষ্ট। এই ঘটনায় বহু ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের শিকার হয়, আর সমগ্র এলাকায় সংখ্যালঘুদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাঁরা বলেন, “ধর্মীয় অনুভূতির নামে সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা এখন ভয়াবহ রূপ নিচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই দোষীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।”

সমাবেশ থেকে বক্তারা তিন দফা দাবি উত্থাপন করেন , দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ ,ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা ,সাম্প্রদায়িক উস্কানি ও ধর্মীয় বিদ্বেষ প্রতিরোধে রাষ্ট্রের কার্যকর ভূমিকা নিশ্চিত করা

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুলের ছাত্রদের মর্মান্তিক মৃত্যু এবং নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমাবেশ শেষে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। তথ‍্য ও ছবি : সনজীবন সরকার ।