Logo

সাহিত্য সংস্কৃতি    >>   নিউইয়র্কে রবীন্দ্র একাডেমির আয়োজনে “প্রবাসে মন মাঝে পঞ্চ কবি” অনুষ্ঠান

নিউইয়র্কে রবীন্দ্র একাডেমির আয়োজনে “প্রবাসে মন মাঝে পঞ্চ কবি” অনুষ্ঠান

নিউইয়র্কে রবীন্দ্র একাডেমির আয়োজনে “প্রবাসে মন মাঝে পঞ্চ কবি” অনুষ্ঠান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

নিউইয়র্কের কুইন্স প্যালেসে গত ২২ জুন ২০২৫ রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো রবীন্দ্র একাডেমির ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন “প্রবাসে মন মাঝে পঞ্চ কবি”। এই অনন্য আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন ও রজনীকান্ত সেন—এই পঞ্চ কবির গান, নৃত্য, আবৃত্তি এবং স্মৃতিচারণের মাধ্যমে বাংলা সাহিত্যের প্রতি প্রবাসী সমাজের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে।

 

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মোজ্জামেল হক। বিশেষ অতিথি ছিলেন ডা. প্রভাত দাস, ডক্টর ধনন্জয় সাহা ,নজরুল সংগীতশিল্পী গোলাম সোহরাব ও কাশফিয়া বিল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দিলীপ নাথ, শ্যামল চক্রবর্তী, নইমা খান,কমিউনিটির নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল সিনহা , ডা. গোবিন্দ পাল , ডাক্তার উৎপল চৌধুরী,ডক্টর সবিতা দাস কবেরী দাস কমিউনিটির নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল সিনহা । অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল জীবনব্যাপী সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি হিসেবে রতীন্দ্রনাথ রায়, চৌধুরী ডাস্ট ও অনুপ বড়ুয়াকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ সম্মানে ভূষিত করা।

 

বিশেষ সম্মাননা ও স্বীকৃতি প্রদান করা হয় রাশেদ আহমেদ, কাজী জহিরুল ইসলাম, বিশ্বজিৎ সাহা, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, রাজীব ভট্টাচার্য, তপন মোদক, রাকেশ ব্যানার্জী ও মাসুদ রানাকে। সংগীত, নৃত্য, আবৃত্তি ও স্মৃতিচারণের পাশাপাশি উপস্থিত দর্শকদের জন্য ছিল বিনামূল্যে অ্যাপেটাইজার ও ডিনারের ব্যবস্থা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্বপন দত্ত ও বাদল সরকার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির লিডার, সাংবাদিক ও কলামিস্ট শিতাংশু গুহ , কমিউনিটির নেতা ও সংগঠক বিষু গোপ ,ডাক্তার মিতা চৌধুরী,অনুপ ডেন্স একাডেমির স্বত্বাধিকারী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলপনা গুহ ,সিনিয়র ফটোগ্রাফার সাংবাদিক ও আবৃত্তিকার তাপস সাহা , সংগীতশিল্পী গোপা কমিউনিটির লিডার ও সংগঠক প্রদীপ কুমার সূত্রধর, প্রজ্ঞা ফাউন্ডেশনের সিইও এবং প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, শিক্ষক ও রিয়েলেটর মুনমুন সাহা , রিয়েলেটর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিতাই পাল প্রমুখ ।

অনুষ্ঠানের সব শেষে সংগঠনের সভাপতি রুমা চৌধুরী ও সাধারণ সম্পাদক দীপক দাস উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন । এই আয়োজনে বাংলা সংস্কৃতির প্রতি প্রবাসীদের আন্তরিকতা ও সম্পৃক্ততার ছাপ ছিল স্পষ্ট। প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য ও সংগীতের গৌরবগাঁথা ছড়িয়ে দিতে এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।