
নৈশভোজে পাশাপাশি চেয়ারে ইউনূস-মোদী
Progga News Desk:
থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের নৈশভোজে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নৈশভোজের টেবিলে পাশাপাশি চেয়ারে বসেন তারা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) তাদের এই সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
সম্মেলনের দ্বিতীয় দিনে শুক্রবার (৪ এপ্রিল) সাইডলাইনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক হবে।