Logo

আন্তর্জাতিক    >>   বিমসটেক সম্মেলনে তরুণদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা

বিমসটেক সম্মেলনে তরুণদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা

বিমসটেক সম্মেলনে তরুণদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা

Progga News Desk:

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিমসটেক ইয়ং জেন ফোরামে প্রদত্ত মূলপ্রবন্ধ সরাসরি সম্প্রচারিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টা মূল প্রবন্ধ উপস্থাপন শুরু করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বিমসটেকের সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংককে পৌঁছান। বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে তিনি রওয়ানা হন।

সম্মেলনের প্রথম দিন আজ তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। আগামীকাল তিনি সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।