ই-পাসপোর্টে পূর্ণরূপান্তর: ডিসেম্বরের মধ্যেই লক্ষ্য পূরণে উদ্যোগ
- By Jamini Roy --
- 06 January, 2025
সরকার ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্টে (ই-পাসপোর্ট) রূপান্তরের কাজ সম্পন্ন করতে চায়। সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ‘সরকারের লক্ষ্য এ বছরের মধ্যেই দেশের সব পাসপোর্ট ই-পাসপোর্টে রূপান্তর করা। আমার দায়িত্বকালেই এ কাজ শেষ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে পাসপোর্ট পেতে দীর্ঘ সময় লাগে। আমরা এ প্রক্রিয়া দ্রুততর করতে নির্দেশনা দিয়েছি।’
রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশি পাসপোর্ট গ্রহণের যেকোনো সম্ভাবনা ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।’
এ বিষয়ে পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন, যারা ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থান করছেন, তাদের ৩১ জানুয়ারির মধ্যে ভিসা সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘তাদের নির্ধারিত সময়ের মধ্যে ভিসা না থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ই-পাসপোর্ট বাস্তবায়নের এ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এতে পাসপোর্ট সেবা আরও আধুনিক এবং নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।