খালেদা জিয়ার ঐক্যের আহ্বান, লন্ডনে চিকিৎসা নিতে যাচ্ছেন
- By Jamini Roy --
- 06 January, 2025
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। দেশ ছাড়ার আগে তিনি দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন।
সাক্ষাতে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। এ ছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকুও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বিএনপির নেতাদের পাশাপাশি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ (বীর বিক্রম) খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। এই যাত্রায় তিনি বিশেষ চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করবেন।
দলীয় নেতাদের মতে, এই সফর বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন গতি আনতে পারে। চেয়ারপারসনের ঐক্যের বার্তা নেতাকর্মীদের মধ্যে অনুপ্রেরণা যোগাবে বলে তাঁরা আশাবাদী।