সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক পুনর্বিনিয়োগ বন্ধ, ব্যক্তিদের জন্য সুবিধা বহাল
- By Jamini Roy --
- 06 January, 2025
সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুনর্বিনিয়োগের সুযোগ বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। এ সংক্রান্ত নির্দেশনা রবিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) থেকে জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে এই নতুন নীতিমালা কার্যকর করার নির্দেশ দিয়েছে।
নতুন নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, সঞ্চয়পত্রে পুনর্বিনিয়োগের সুযোগ পাবেন কেবল ব্যক্তি বিনিয়োগকারীরা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এ সুবিধা বাতিল করা হয়েছে। সরকারের এই পদক্ষেপ মূলত সঞ্চয়পত্রের মাধ্যমে সুদের বোঝা কমানোর প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিক (মেরিনার) এবং এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত পাইলট ও কেবিন ক্রুরা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এই সুযোগ এতদিন অস্পষ্ট ছিল, তবে নতুন নির্দেশনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক শরীয়াহ্ ভিত্তিক পরিচালিত ব্যাংক ছাড়া অন্যান্য সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকগুলো যেন সঞ্চয়পত্রের নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে।
সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক পুনর্বিনিয়োগ বন্ধের মাধ্যমে সরকার আশা করছে, আর্থিক ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। পাশাপাশি ব্যক্তি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করা হবে। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে।
নতুন নীতিমালা কার্যকর হলে সঞ্চয়পত্র খাতে সরকারের সুদের ব্যয় কিছুটা কমবে এবং ব্যক্তি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।