আনন্দ উৎসব মুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কে বড় দিন উদযাপিত
- By Jamini Roy --
- 29 December, 2024
গত ২৪ ও ২৫ ডিসেম্বর মঙ্গলবার ও বুধবার ২দিন ব্যাপী নিউইর্য়কের বিভিন্ন শহরে আনন্দ উৎসব ও কুইন্স বরোর সানিসাইডের প্রবাসী বাঙালি খ্রিষ্টান এসোসিয়েশন ইনক আয়োজনে Queen of Angels Church এর ভীতরে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে কুইন্স বরোর বিভিন্ন শহর সহ নিউইয়র্কে প্রভু যিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে।
বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউইয়র্কে বড় দিন (Christmas) উদযাপন করেছে এক আনন্দমুখর পরিবেশে, নানা আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে। শহরের বিভিন্ন স্থান জুড়ে সাজানো হয় বিশেষ ক্রিসমাস গাছ, আলো, এবং অন্যান্য সাজসজ্জা, যা শহরের সৌন্দর্যকে নতুন মাত্রা দেয়।
রকফেলার সেন্টারে বিশাল ক্রিসমাস গাছের আলো এবং বরফের স্কেটিং রিঙ্কে ঘুরতে আসা হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল। এছাড়াও, টাইমস স্কয়ার ও সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালে ধর্মীয় উপাসনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কের নানা পাড়া-মহল্লায় বড় দিনের বিশেষ সঙ্গীত, নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাবারের আয়োজন ছিল, যা শহরের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির পরিচয় তুলে ধরে। শীতকালীন উষ্ণতার মধ্যে বন্ধু-বান্ধব, পরিবার ও প্রিয়জনদের নিয়ে সবাই আনন্দের মধ্যে দিনটি পালন করেন।
বিশেষ উল্লেখযোগ্য ছিল শহরের বিভিন্ন সামাজিক সংগঠন ও কমিউনিটি গ্রুপের উদ্যোগ, যারা সুবিধাবঞ্চিতদের জন্য উপহার ও খাবার বিতরণ করে তাদের মাঝে বড় দিনের আনন্দ পৌঁছে দেয়।
এছাড়া, নিউইয়র্কে বড় দিনের ঐতিহ্যবাহী রথের মিছিল, সেবামূলক কার্যক্রম ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। নিউইয়র্কের কুইন্স বরোর সানিসাইডের প্রবাসী বাঙালি খ্রিষ্টান এসোসিয়েশন ইনক আয়োজনে Queen of Angels Church এর ভীতরে বিপুল সংখ্যক প্রবাসীদের সমাগমে ও সংগঠনের সভাপতি গাব্রিয়েল তাপস গমেজ ,সহ সভাপতি- চিত্রা রোজারি, সাধারণ সম্পাদক ম্যথিয়াস রোজারিও, সহ - সাধারণ সম্পাদক ফিলিপ রিচার্ড গমেজ , কোষাধ্যক্ষ ভিনসেন্ট শ্যামল গমেজ , সহ কোষাধ্যক্ষ ব্রায়ান গমেজ ,সাংগঠনিক সম্পাদক চন্দ্রা কোড়ায়া ,যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক কুহু সিলভিয়া রিবেরু ,যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক অমিতাব ডি ক্রুজ ,যুগ্ম ক্রীড়া সম্পাদক রনি গমেজ ,যুগ্ম ক্রীড়া সম্পাদক মিতা প্রিসিলা গমেজ ,নির্বাহী সদস্য ডেরিক গনসালভেস , নির্বাহী সদস্য স্টেনেসলাঊস গমেজ উপস্থিতিতে প্রার্থনা, কীর্তন, পিঠা উৎসবের মধ্য দিয়ে ক্রিসমাস উৎসব পালন করেন। এছাড়াও জ্যামাইকা বেদান্ত গোল্ডেন ইয়ারস সিনিয়র প্রোগ্রাম কমিউনিটি হল রুমে বেদান্ত এসোসিয়েশনের আয়োজনে কেক কেটে ট্রাম্পের জয় এবং ক্রিসমাস উৎসব উদযাপিত হয় ।
অনুষ্ঠানের শুরুতে বেদান্ত এসোসিয়েশনের পৌরহিত প্রকাশ চক্রবর্তী গীতা পাঠ ও উপস্থিত সকলের প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় । পরে সংগঠনের সভাপতি অশোক সাহার সভাপতিত্বে বিশ্বজিৎ সাহার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কমিউনিটির লিডার রন্জন সাহা বাবলু , বিপুল সরকার , বিশ্বজিৎ চৌধুরী , সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ দাস , গোবিন্দ দাস , বাসন্তী দাস , বিধান বিশ্বাস, পলাশ ঘোষ, রত্না রায়, মধু ধর , মনোজিৎ চৌধুরী, ধীরেন কুমার , পূজা সমিতির সাবেক সাধারণ সম্পাদক পিয়াস কে দাশ সুমন , এড . তরুণ চৌধুরী, সি.পি.এ বিশ্বজিৎ দাস , চম্পা রায় ,তরুণ চন্দ্র , সুভাস তালুকদার, প্রদীপ্তা পোদ্দার, অভিজিৎ চৌধুরী প্রমুখ । বক্তারা ক্রিসমাস উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাই ।
সবশেষে রন্জন সাহা বাবলু উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।