Logo

খেলাধুলা    >>   স্কালোনি আরো কিছুদিন দলে চান ডি মারিয়াকে

স্কালোনি আরো কিছুদিন দলে চান ডি মারিয়াকে

স্কালোনি আরো কিছুদিন দলে চান ডি মারিয়াকে

কোপা আমেরিকার টুর্নামেন্ট শুরুর আগেই ডি মারিয়া ঘোষণা দিয়েছিলেন এটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি গায়ে তার শেষ টুর্নামেন্ট। এরপরেই জাতীয় দল থেকে অবসর নিবেন তিনি। এমন এক আবেগঘন টুর্নামেন্টের ফাইনালেও উঠেছে আর্জেন্টিনা। আরো একবার আর্জেন্টিনার জার্সি গায়ে ফাইনালে খেলার জন্য মুখিয়ে রয়েছেন ২০২১ কোপার ফাইনালে গোল করা এই ফুটবলার।
ডি মারিয়া আর্জেন্টিনা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা দলের সবাই তথা আর্জেন্টাইনরা ভালোভাবেই জানে। তাই তাকে আরো কিছুদিন দলের সঙ্গে চাইছেন কোচ স্কালোনি। কানাডার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা জয় পায় ২-০ ব্যবধানে। ম্যাচ শেষে কোচ ডি মারিয়ার এমন আবেগঘন বিদায়কে মনে করে বলেন, আমি তার জন্য অপেক্ষা করছি এবং তাকে যতটা সম্ভব খেলতে দেওয়ার চেষ্টা করছি। তাকে মাঠ থেকে তুলে নিতে যতটা পারা যায় দেরি করছিলাম কারণ অশ্রু ঝড়ে পড়বে তার, আবেগতাড়িত হয়ে যাবে তার পরিবার ও সমর্থকরা। আমাদের উচিত তাকে খেলতে দেওয়া তারপর দেখি আমরা তাকে আরো কিছুদিন রাখতে পারি কিনা। তবে এখন সে সময়টা উপভোগ করুক।