যুবসমাজকে ধর্মীয় সংস্কারে উদ্বুদ্ধ করলেন স্বামী শুভানন্দ পুরী মহারাজ—বাংলাদেশ হিন্দু মন্দিরে ধর্মীয় সভা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের বাংলাদেশ হিন্দু মন্দিরে গতকাল ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার সন্ধ্যা ৬টায় এক তাৎপর্যপূর্ণ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যালিফোর্নিয়ার শ্রীশ্রী অদ্বৈত মিশনের প্রধান স্বামী শুভানন্দ পুরী মহারাজ ভক্তদের উদ্দেশে ভাগবতীয় কথামৃত পরিবেশন করেন। তাঁর প্রাঞ্জল বক্তব্য ও সুরেলা ভজন পরিবেশনে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে ভাবগম্ভীর ও ভক্তিময়।
অনুষ্ঠানের শুরুতে মন্দিরের প্রধান পুরোহিত শ্রী শংকর পারিয়াল স্বাগত ভাষণ প্রদান করেন এবং স্বামী শুভানন্দ পুরী মহারাজকে উপস্থিত ভক্তসমাজের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে মন্দিরের সম্মানিত সভাপতি ডা. দেবব্রত দত্ত মহারাজকে মাল্যভূষিত করে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জ্ঞাপন করেন।
প্রবচনে স্বামী শুভানন্দ পুরী মহারাজ যুবসমাজকে ধর্মীয় সংস্কার, নৈতিক মূল্যবোধ ও আত্মোন্নয়নের পথে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি প্রাচীন ভারতের যোগ-সাধনা ও আত্মউন্নয়নের বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে আত্মশুদ্ধি ও মানবিক গুণাবলির বিকাশে ধর্মচর্চার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সংগীত ও পাঠের অংশে বাংলাদেশ হিন্দু মন্দির পরিচালিত গীতা স্কুলের ছাত্রী সপ্তর্ষি রায় ও সারিকা কর্মকার যথাক্রমে আবাহনী সংগীত ও গীতাপাঠ পরিবেশন করে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়ান। এ ছাড়া স্বামী শুভানন্দ পুরী মহারাজ নিজ কণ্ঠে কয়েকটি ভজন সংগীত পরিবেশন করেন, যেখানে মৃদঙ্গে সঙ্গত করেন শ্রী কাজল দাশ।
সবশেষে কীর্ত্তন ও মন্দিরের প্রধান পুরোহিত শ্রী শংকর পারিয়ালের আরতির মাধ্যমে ধর্মীয় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন সর্বশী সাগর রায়, দিলীপ দাশ, সবিতা দাশ, শংকর বিশ্বাস, কামনা কর্মকার, সঞ্জয় কর্মকার, শীলা রায়, মনিকা দাশ, সুমন কর্মকার, রতন চক্রবর্তীসহ মন্দিরের অন্যান্য স্বেচ্ছাসেবক ও ভক্তবৃন্দ।


















