Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে ‘Bangladeshi Professionals’-এর উদ্বোধন: উত্তর আমেরিকাজুড়ে বাংলাদেশিদের সংযুক্তির নতুন দিগন্ত

নিউইয়র্কে ‘Bangladeshi Professionals’-এর উদ্বোধন: উত্তর আমেরিকাজুড়ে বাংলাদেশিদের সংযুক্তির নতুন দিগন্ত

নিউইয়র্কে ‘Bangladeshi Professionals’-এর উদ্বোধন: উত্তর আমেরিকাজুড়ে বাংলাদেশিদের সংযুক্তির নতুন দিগন্ত

প্রজ্ঞা নিউজ ডেষ্ক :
গত ২৯ নভেম্বর শনিবার রাত ৮টায় নিউইয়র্কের উডসাইডের গোলশান টেরেসে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Bangladeshi Professionals’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। বাংলাদেশি কমিউনিটিকে এক সুসংগঠিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বাংলাদেশি জনপ্রিয় টিভি অভিনেত্রী নওশীন নেহরীন মৌ।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন solvierntech digital marketing & web development কোম্পানির সভাপতি, সিইও এবং Bangladeshi Professionals-এর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ এনামুল কবীর। তিনি বলেন, “কমিউনিটির একজনের আনন্দে যেন আমরা সবাই আনন্দিত হই, আর কারও দুঃখে যেন সবাই পাশে দাঁড়াতে পারি—এই মানবিক মূল্যবোধ থেকেই আমাদের যাত্রা। এই প্ল্যাটফর্ম হবে ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটি বাংলাদেশি সম্প্রদায়ের সেতুবন্ধন।”


তিনি Bangladeshi Professionals-কে একটি ‘ডিজিটাল বটগাছ’-এর সঙ্গে তুলনা করে বলেন, যেমন একটি বটগাছ বহু মানুষকে ছায়া দেয়, তেমনি এই ওয়েব অ্যাপটি বাংলাদেশি কমিউনিটির সকল সদস্যকে নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগের আওতায় আনবে। তিনি ব্যাখ্যা করেন, অন্য অঙ্গরাজ্যে চাকরি, বাড়ি ভাড়া, রিয়েল এস্টেট ব্রোকার, রেস্টুরেন্ট, ক্যাব সার্ভিস, সেলুন, হোটেলসহ যেকোনো বাংলাদেশি সেবা খুঁজে পেতে এক প্ল্যাটফর্মেই থাকবে সমন্বিত লিস্টিং।
মেরিল্যান্ড থেকে ফ্লোরিডা কিংবা লস অ্যাঞ্জেলেস—যে কোনো রাজ্যে গেলে স্থানীয় বাংলাদেশি ব্যবসা ও সুবিধা সম্পর্কে তথ্য পেতে এই অ্যাপ হবে কমিউনিটির সবার ভরসার জায়গা।


সহ-সভাপতি সৈয়দ এম. আলম বক্তব্যে বলেন, “উত্তর আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের সমস্ত বাংলাদেশিদের একত্রিত করে, কর্মসংস্থান ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য। এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে বাংলাদেশিদের চাকরির সুযোগও তৈরি করবে।”
অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমকে মঞ্চে এনে উদ্বোধনী ঘোষণা দেওয়া হয়। পরে বক্তব্য রাখেন ,বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ,সহ-সভাপতি কাজী এম আর খান ,সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ খান ,চ্যানেল আই’-এর সিইও ও বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদ ,টাইম টিভির সিইও আবু তাহের ,কবি ও সাংবাদিক জহিরুল ইসলাম ,সাংবাদিক আকবর হায়দার কিরণ ,বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রির ফাউন্ডার ও প্রেসিডেন্ট সালাম ভূঁইয়া ,প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ড. রফিকুল ইসলাম ,Bangladeshi Professionals-এর সম্পাদক হাসান মাহমুদ।


সকল বক্তাই উদ্যোগটির সফল ভবিষ্যৎ ও কমিউনিটির সার্বিক কল্যাণে এর অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।