সাহিত্য একাডেমির পঞ্চদশ বর্ষপূর্তি উদযাপন: নিউইয়র্কে কবি-সাহিত্যিকদের মিলনমেলা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ২৮ নভেম্বর এক মনোরম হৈমন্তিক সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা ভাষায় নির্মল সাহিত্যচর্চার প্রাণকেন্দ্র ‘সাহিত্য একাডেমি’র পঞ্চদশ বর্ষপূর্তি উদযাপন। প্রবাসের কবি, সাহিত্যিক, লেখক ও সংস্কৃতিমনা সাহিত্যামোদীদের মিলনমেলায় পরিণত হয় দিনটি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীরা কাদরী।
বর্ষপূর্তির এ আসরে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সাহিত্য-ব্যক্তিত্ব —
সৈয়দ মাহমুদুল্লা, মনজুর আহমেদ, রেখা আহমেদ, হাসান ফেরদৌস, আবেদীন কাদের, শামস আল মমীন, হোসাইন কবির, আহমেদ মাযহার, এবিএম সালেহ উদ্দিন, আদনান সৈয়দ, হুমায়ুন কবির ঢালী, সুরীত বড়ুয়া, হুসনে আরা, মহাতাপা পালিত, রানু ফেরদৌস প্রমুখ।
মিলনায়তন ভর্তি কবি-সাহিত্যিকদের স্মৃতিচারণায় উঠে আসে সাহিত্য একাডেমির দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা, সৃজনযাত্রার ইতিহাস ও প্রবাসে সৃজনশীল বাংলা সাহিত্যচর্চার গুরুত্ব। বক্তারা বলেন, পনেরো বছরের এই পথচলা প্রবাসের সাংস্কৃতিক জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পরিশেষে বক্তারা সাহিত্য একাডেমির আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন এবং সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

















