হোয়াইট হাউজে ন্যাশনাল গার্ডের ওপর হামলা: ১৯ দেশের গ্রীনকার্ড ও ইমিগ্র্যান্ট ভিসা কার্যক্রম স্থগিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
হোয়াইট হাউজ সংলগ্ন এলাকায় ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর সন্ত্রাসী গুলিবর্ষণের পর যুক্তরাষ্ট্র অভিবাসন ব্যবস্থা জুড়ে কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়। আফগানিস্তান, ইরান, হাইতি, লিবিয়া-সহ মোট ১৯ দেশের নাগরিকদের গ্রীনকার্ড ইস্যু, নবায়ন এবং ইমিগ্র্যান্ট ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইউএসসিআইএস এ সিদ্ধান্ত কার্যকর করে।
২৬ নভেম্বর হোয়াইট হাউজের সন্নিকটে দায়িত্ব পালনরত সারাহ বেকস্টর্ম (২০) এবং সার্জেন্ট অ্যান্ড্রু ওল্ফ (২৪)-এর ওপর গুলিবর্ষণে সারাহ নিহত হন এবং অ্যান্ড্রু গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। হামলার সঙ্গে জড়িত সন্দেহে আফগান নাগরিক রহমানউল্লাহ ল্যাকানওয়াল (২৯)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২০২১ সালে রিফ্যুজি হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন এবং পরবর্তীতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। চলতি বছর তার গ্রীনকার্ড অনুমোদিত হলেও তিনি তা হাতে পাননি।
তালেবান ক্ষমতা দখলের সময় মার্কিন বাহিনীর সহযোগী ছিলেন এমন ৭৬ হাজার আফগানকে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে আনা হয়। রহমানউল্লাহ তাদেরই একজন। হোমল্যান্ড সিকিউরিটি জানায়, চিহ্নিত দেশগুলোর নাগরিকদের পূর্বে ইস্যুকৃত গ্রীনকার্ড পুনরায় যাচাই করা হবে এবং কোনো নিয়মগত ত্রুটি পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য হবে। পেন্ডিং থাকা সব আবেদনও আপাতত স্থগিত থাকবে।
ইউএসসিআইএস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। আমেরিকার নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে এমন দেশের নাগরিকদের ব্যাকগ্রাউন্ড যাচাই শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন আবেদন বিবেচনায় আনা হবে না।
সম্পূর্ণ নিষিদ্ধ দেশগুলোর তালিকায় আছে আফগানিস্তান, বার্মা, চাদ, কঙ্গো, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। আংশিক নিষেধাজ্ঞায় রয়েছে বুরুন্ডি, কিউবা, লাউস, সিয়েরা লিওন, টগো, তুর্কেমেনিস্তান ও ভেনিজুয়েলা।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতিতে এটি সবচেয়ে কঠোর পদক্ষেপগুলোর একটি হিসেবে গুরুত্ব পেয়েছে।


















