আদরের কৈশরী বাছাড়ের তৃতীয় জন্মদিনে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
আজ ১০ নভেম্বর ২০২৫, স্নেহধন্যা ও সবার আদরের ছোট্ট কৈশরী বাছাড়-এর তৃতীয় জন্মদিন।
এই বিশেষ দিনে প্রজ্ঞা নিউজ পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা।
তোমার জীবন হোক রঙিন স্বপ্নে ভরা, হাসিতে ঝলমলে প্রতিটি দিন।
তুমি বেড়ে ওঠো জ্ঞানে, আনন্দে ও সুস্বাস্থ্যে — এই কামনাই রইল তোমার জন্য।
শুভ জন্মদিন, প্রিয় কৈশরী বাছাড় !
তোমার মিষ্টি হাসি আর নিষ্পাপ চোখের আলোয় চারপাশের পৃথিবী আরও সুন্দর হয়ে উঠুক।

















