কয়লা সংকটে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং
- By N/A --
- 03 November, 2024
কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে কয়লা সংকটের কারণে। কয়লা সরবরাহ না থাকায় দুই সপ্তাহ আগে প্রথম ইউনিটের ৬০০ মেগাওয়াট উৎপাদন বন্ধ হয়, আর গত বৃহস্পতিবার দ্বিতীয় ইউনিটটিও ৬০০ মেগাওয়াট উৎপাদন বন্ধ করে।
কোল পাওয়ার কোম্পানির কর্মকর্তারা জানান, কয়লা আমদানির দরপত্রে জটিলতা থাকায় সরবরাহে বিলম্ব হচ্ছে। বিষয়টি আদালতে গড়ানোয় কয়লা আমদানিতে বাধা সৃষ্টি হয়েছে, তবে মাসের শেষের দিকে কয়লা এনে উৎপাদন চালুর চেষ্টা চলছে।
বঙ্গোপসাগরের পাশে ১ হাজার ৬০০ একর জমিতে তৈরি ৫১ হাজার ৯৮৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রটির বড় অংশ অর্থায়ন করেছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা। কয়লা সংকটে কেন্দ্রটির উৎপাদন বন্ধ থাকায় দেশে বিদ্যুৎ ঘাটতি বেড়েছে, যার কারণে গত কয়েকদিন ধরে দেশব্যাপী লোডশেডিং বাড়ছে, বিশেষ করে গ্রামাঞ্চলে এর প্রভাব বেশি।