Logo

আন্তর্জাতিক    >>   বিশ্বশান্তি প্রার্থনায় নিউইয়র্কের ওম শক্তি মন্দিরে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী’র প্রদীপ প্রজ্বলন উৎসব অনুষ্ঠিত হয়েছে

বিশ্বশান্তি প্রার্থনায় নিউইয়র্কের ওম শক্তি মন্দিরে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী’র প্রদীপ প্রজ্বলন উৎসব অনুষ্ঠিত হয়েছে

বিশ্বশান্তি প্রার্থনায় নিউইয়র্কের ওম শক্তি মন্দিরে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী’র প্রদীপ প্রজ্বলন উৎসব অনুষ্ঠিত হয়েছে

প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক, ৮ নভেম্বর ২০২৫:
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরে ধর্মীয় শ্রদ্ধা ও ভক্তিভরে অনুষ্ঠিত হলো বিশ্বশান্তি কামনায় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী’র পূজা ও প্রদীপ প্রজ্বলন উৎসব। প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় আধ্যাত্মিক মিলনমেলায়।
মন্দির প্রাঙ্গণে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পরিবেশ। ভক্তরা শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ কামনায় প্রদীপ জ্বালিয়ে দেশ ও বিশ্বের শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের জন্য সমবেত প্রার্থনা করেন।


অনুষ্ঠানে ধর্মীয় সংগীত, পাঠ, স্তোত্র ও কীর্তনের মধ্য দিয়ে ভক্তরা প্রকাশ করেন তাদের গভীর ভক্তি ও শ্রদ্ধা। প্রার্থনা শেষে অনুষ্ঠিত হয় শান্তির বার্তা ও প্রসাদ বিতরণ।
মন্দিরের প্রধান পুরোহিত বলেন,“বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন মানবতার প্রতীক। তাঁর জীবনাদর্শ আমাদের শান্তি, সহমর্মিতা ও সেবার পথ দেখায়। প্রবাসে থেকেও আমরা তাঁর শিক্ষা ধারণ করতে চাই।”
উৎসবে উপস্থিত ছিলেন প্রবাসী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পরিবার ও শিশু-কিশোররা। সবাই বলেন, প্রবাস জীবনে এমন আধ্যাত্মিক অনুষ্ঠান তাদের সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করে এবং মননশীলতাকে জাগ্রত রাখে।
উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সাজানো হয় ফুল, প্রদীপ ও রঙিন আলোয়। সন্ধ্যার পর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে শান্তি ও ভক্তির অপার আবহ।


অনুষ্ঠানের শেষ পর্বে ওম শক্তি মন্দিরের সভাপতি গৌরাঙ্গ রায় তাঁর সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন—“বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাণী আমাদের শেখায়—‘ধর্ম মানে মানবসেবা’। আজকের এই প্রদীপ প্রজ্বলন কেবল একটি আচার নয়, এটি মানবতার আলোকবর্তিকা। আমরা চাই, এই আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, প্রতিটি ঘরে, যাতে ঘৃণা নয়, ভালোবাসা আর শান্তি প্রতিষ্ঠিত হয় এই পৃথিবীতে ।
”অনুষ্ঠান শেষে সবাই বিশ্বশান্তি, প্রবাসী সমাজের কল্যাণ এবং বাংলাদেশসহ সমগ্র মানবজাতির মঙ্গল কামনায় একযোগে প্রার্থনা করেন।

ভিডিও দেখুন:-