Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে ভক্তদের ঢল — কালীপূজা ও দীপাবলিতে আলোয় ভাসলো প্রবাসী সনাতন সমাজ: ধর্মীয় আচার, সাংস্কৃতিক উচ্ছ্বাস ও ঐক্যের বার্তা ছড়ালো নিউইয়র্ক হিন্দু হেরিটেজের মহোৎসব

নিউইয়র্কে ভক্তদের ঢল — কালীপূজা ও দীপাবলিতে আলোয় ভাসলো প্রবাসী সনাতন সমাজ: ধর্মীয় আচার, সাংস্কৃতিক উচ্ছ্বাস ও ঐক্যের বার্তা ছড়ালো নিউইয়র্ক হিন্দু হেরিটেজের মহোৎসব

নিউইয়র্কে ভক্তদের ঢল — কালীপূজা ও দীপাবলিতে আলোয় ভাসলো প্রবাসী সনাতন সমাজ: ধর্মীয় আচার, সাংস্কৃতিক উচ্ছ্বাস ও ঐক্যের বার্তা ছড়ালো নিউইয়র্ক হিন্দু হেরিটেজের মহোৎসব

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে হাজারো ভক্ত ও প্রবাসী সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় উচ্ছ্বাসে উদযাপিত হয়েছে কালীপূজা ও দীপাবলি। গত ১১ অক্টোবর ২০২৫, শনিবার, নিউইয়র্কের গুজরাটি সমাজ হলে New York Hindu Heritage–এর আয়োজনে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। ভক্তদের ঢল নামে বিকেল থেকেই, সন্ধ্যা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো হল। পুজার মন্ত্রধ্বনি, প্রার্থনা, আলোকসজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা আর ভক্তিময় আবহে মুখরিত হয়ে ওঠে প্রবাসী সনাতন সমাজ।

অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক গুপেন সাহা, পিংকি বর্মা ও জয়শ্রী সেন সংগঠনের সভাপতি নবীন ঘোষ (নারায়ণ), সাধারণ সম্পাদক রাজীব দে (মিঠুন), Bangladesh Hindu Buddhist Christian Unity Council USA-এর সভাপতি দ্বিজেন ভট্টাচার্য এবং United Hindus of USA-এর সভাপতি ভজন সরকারকে মঞ্চে আমন্ত্রণ জানান। পরে উপস্থিত সবাই মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সংগঠনের পক্ষ থেকে সভাপতি ভজন সরকার ও সাধারণ সম্পাদক দ্বিজেন ভট্টাচার্যকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় এবং তাঁরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি ছিল ভক্তদের জন্য প্রসাদ বিতরণ ও বিশেষ প্রার্থনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা প্রদীপ কর, জুলি কর, সংগঠনের আলোকিত ভক্ত কুমার বাবুল, সুমন দাশ পিয়াস, বিজেপি নেতা বিশ্বজিৎ চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশীষ রায়, সুলেখা পাল, কল্লোল দাশ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব গোবিন্দ বানিয়া, সঞ্জিত ঘোষ, সাহা রন্জন কুমার, জয়া চৌধুরী, প্রতিমা সাহা, Bangladesh Puja Udjapan Parishad New York-এর নেতা প্রদীপ সূত্রধর, সুমন দাস, Saptahik Sandhan-এর সম্পাদক সনজীবন কুমার, DBC News টিভি চ্যানেলের সাংবাদিক কানু দত্ত, Progga News-এর সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, Mim TV-এর সম্পাদক সুজন, প্রজ্ঞা পত্রিকার প্রধান ফটো সাংবাদিক তাপস সাহা, কমিউনিটি নেতা সঞ্জিত ঘোষসহ অনেকে। তারা বলেন, “নিউইয়র্ক হিন্দু হেরিটেজের এই মহতী ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন প্রবাসী সনাতন সমাজের ঐক্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।”


এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সহ-সভাপতি দিলীপ রায়, জগদীশ চন্দ্র রায়, অমিত বানিয়া, সুমন কুমার দাস (লিপু), বিপ্লব পাল, সহ-সাধারণ সম্পাদক নবজ্যোতি দাস শান্ত, সম্পাদনা ঋতুপর্ণা দে, কোষাধ্যক্ষ সৌমিক কিশোর চৌধুরী (পল), প্রচার সম্পাদক মধুপর্না দে, কার্যকরী সদস্য ও সদস্যাদের মধ্যে জয়শ্রী ঘোষ, জলি সাহা, ঝুমি রায়, তমা চক্রবর্তী, তমাল ঘোষ, দীপ্র দে, মনিকা সাহা, মাধব চক্রবর্তী, মানিক দাস, মিতা দত্ত, মৌমিতা রায়, শাওন রায়, শীলা রায়, সেঁজুতি দে, শিপ্রা (রুবি) রায়, প্রাঞ্জলি দাস, প্রিয়াঙ্কা ঘোষ, সুভেন রায়, গোবিন্দ বানিয়া, মনোতোষ দে (মিঠুন), বিশ্বজিৎ সাহা, রামানুজ দাস, মঞ্জু রায়, লিপি দাস, পিয়াস সুমন, সঞ্চিতা বানিয়া, সুবোধ দাস, সৌমিত্র রায় ইভান, বিধান দাস, হিমেল দে, অনামিকা পাল, প্রদীপ গুপি, সুব্রত সরকার, মৌরি দাস, নির্মল দে, রূপচাঁদ কানু, শ্যামল কানু ও দুলাল গুপ্ত।

সাংস্কৃতিক পর্বে ছিল ধর্মীয় ও শাস্ত্রীয় সংগীত, নৃত্য এবং আধুনিক গানের সমন্বয়ে অনবদ্য পরিবেশনা। নৃত্য পরিবেশন করেন Mithun Dance Academy-এর শিল্পীরা। সংগীত পরিবেশন করেন মধুপর্না দে, নিউইয়র্কের জনপ্রিয় সংগীতশিল্পী সবিতা দাস, সেনজুতি দে, নিউইয়র্কের অন‍্যতম সংগীতশিল্পী কৃষ্ণা তিথি, তৃষা পাল, নিরঝনা পাল এবং সবশেষে পরিবেশন করেন ভারতের আই ডল সংগীত শিল্পী Bhabiya Bandit। বাংলাদেশ ও ভারতের শিল্পীদের সুরের মূর্ছনা ও নৃত্য ছড়িয়ে দেয় ভক্তি ও আনন্দের অন্যরকম আবহ।


শেষে সবাই একবাক্যে উচ্চারণ করেন—“মা কালীর আশীর্বাদে দূর হোক অশুভ শক্তি, প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও মানবতার জয়।”
এই দীপাবলি ও কালীপূজার উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি প্রবাসে সনাতন সমাজের ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনাকে প্রজ্বলিত করার এক অনন্য উদাহরণ। নিউইয়র্ক হিন্দু হেরিটেজের এ আয়োজন প্রবাসী সমাজে ধর্মীয় অনুরাগের পাশাপাশি সামাজিক সংহতি ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রেরণা জোগাচ্ছে।