Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্ক মেয়র নির্বাচন: ধর্ম ও অভিবাসী ইস্যু ঘিরে গরম নির্বাচনী মাঠ

নিউইয়র্ক মেয়র নির্বাচন: ধর্ম ও অভিবাসী ইস্যু ঘিরে গরম নির্বাচনী মাঠ

নিউইয়র্ক মেয়র নির্বাচন: ধর্ম ও অভিবাসী ইস্যু ঘিরে গরম নির্বাচনী মাঠ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আসন্ন 2025 New York City mayoral election–কে ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন টানটান উত্তেজনায়। এবারের নির্বাচনে দুই জনপ্রিয় প্রার্থী — Zohran Mamdani ও Andrew Cuomo — মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। দুজনই ভিন্ন ভিন্ন বার্তা ও পরিচয় তুলে ধরে নিজেদের পক্ষে ভোটারদের আকৃষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছেন।
নির্বাচনী প্রচারণায় এবার স্পষ্টভাবে উঠে এসেছে ধর্ম ও অভিবাসী সম্প্রদায়ের ভূমিকা। মুসলিম ও দক্ষিণ এশিয়ান ভোটারদের বড় অংশকে লক্ষ্য করে মামদানি সরাসরি বলছেন, “আমি একজন মুসলিম মেয়র প্রার্থী, আমি চাই নিউইয়র্ক হোক সবার জন্য ন্যায়সঙ্গত একটি শহর।” অন্যদিকে, হিন্দু ও অন্যান্য অভিবাসী কমিউনিটির বড় অংশের সমর্থন পেতে কুয়োমোর পক্ষে জোর প্রচারণা চালাচ্ছেন সমর্থকরা।
মাঠের জনপ্রিয়তা জরিপে মামদানি তরুণ প্রজন্ম, মুসলিম, প্রগ্রেসিভ ও লাতিনো ভোটারদের মধ্যে এগিয়ে আছেন বলে জানা গেছে। অন্যদিকে, কুয়োমো অভিজ্ঞ রাজনীতিক হিসেবে দীর্ঘদিনের প্রশাসনিক দক্ষতা, মধ্যবিত্ত শ্রেণি ও ব্যবসায়ী ভোটারদের মধ্যে শক্ত ঘাঁটি গড়ে তুলেছেন।
বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচন মূলত হবে অভিবাসী ভোট, ধর্মীয় পরিচয় ও নীতিনিষ্ঠ রাজনীতির ত্রিমুখী সমীকরণে। হিন্দু, মুসলিম ও লাতিনো কমিউনিটির ভোটেই নির্ধারিত হতে পারে আগামী নিউইয়র্ক সিটির মেয়র কে হবেন।
ভোটার নিবন্ধন ও প্রচারণা এখন পুরোদমে চলছে। নভেম্বরের শুরুতেই হবে ভোটগ্রহণ। শেষ মুহূর্তের প্রচারণা, বিতর্ক ও অবস্থানই নির্ধারণ করবে শহরের ভবিষ্যৎ নেতৃত্বের পথ।