
নিউইয়র্কে বাংলাদেশ পূজা সমিতির জাঁকজমকপূর্ণ দুর্গোৎসবের দশমী পূজা সম্পন্ন : ধর্মীয় ঐক্য ও সংস্কৃতির মহামিলন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের ফ্রেশ মেডোজের Gujarati Samaj Hall-এ শনিবার ও রবিবার (৪ ও ৫ অক্টোবর ২০২৫) বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্কের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গোৎসব ও মা দূর্গার দশমী পূজার আনুষ্ঠানিকতা ।
সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় দেবী দুর্গার আরাধনা, পূজা, প্রসাদ বিতরণ, বাচ্চাদের নৃত্য, এবং নিউইয়র্ক ও ভারতের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাদিনজুড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং সন্ধ্যার পর সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনে উৎসবের পরিবেশ আরও পবিত্র হয়ে ওঠে।
হল ভর্তি হাজারো ভক্ত-দর্শকের উপস্থিতিতে উদযাপিত হয় বাৎসরিক এই বর্ণাঢ্য দুর্গোৎসবের ২ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা।পূজা উপলক্ষে দূর্গোৎসব অনুষ্ঠানে বাংলাদেশ পূজা সমিতির সভাপতি রনজিত পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক বিপ্লব পাল আগত সকল ভক্ত, অতিথি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।
বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন , Deputy Commissioner Dilip Chauhan , বাংলাদেশ পূজা সমিতির উপদেষ্টা বিষ্ণু গোপ (বিষু)। তিনি বলেন, নিউইয়র্কে প্রায় ৪০টিরও বেশি দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও বাংলাদেশ পূজা সমিতির আয়োজন সবসময় বিশেষভাবে আলোকিত। প্রবাসে থেকেও আমরা যে ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় চেতনাকে ধারণ করছি, তা সত্যিই প্রশংসনীয়। আমাদের বাংলাদেশে সনাতনীদের উপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। সকল বেদবেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই সনাতন সমাজের শক্তি অটুট থাকবে। আমরা প্রবাসে থেকেও বাংলাদেশের সনাতনীদের পাশে আছি এবং সবসময় থাকব।
তিনি বাংলাদেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন,দেবী দুর্গার আরাধনা হোক অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জাগরণে, অন্ধকারের বিরুদ্ধে আলোর আহ্বানে বাংলাদেশের সনাতনীদের সকল অধিকার আদায়ের আন্দোলনের নেতৃত্ব দানকারী ও মিথ্যা মামলায় আটককৃত চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা নবেন্দ দত্ত, রিপাবলিকান নেতা নাসির খান পল , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা প্রদীপ কর , জুলি কর , সংগঠনের সাবেক সভাপতি কুমার বাবুল , সাধারণ সম্পাদক সুমন দাশ প্রিয়াস ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশীষ রায়, সংগঠনের উপদেষ্টা চন্দন সেন গুপ্ত, সুর্বণা সেনগুপ্ত , ডাক্তার মিতা গোপ ,কমিউনিটির ও ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট নেতা দিলীপ নাথ , দীপা নাথ , কমিউনিটির নেতা প্রিয়তোষ দে , দীপক দাস, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব গোবিন্দ বানিয়া , গোপন সাহা ,সাহা রন্জন কুমার, বিশ্বজিৎ সাহা , জুলি সাহা , জয়া চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দীপক সাহা, সংগঠনের উপদেষ্টা পরেশ সাহা, রাজীব নন্দী, উৎপল চৌধুরী, ডালিয়া চৌধুরী, সাপ্তাহিক সন্ধান পত্রিকার সম্পাদক সনজীবন কুমার,ডিবিসি টিভি চ্যানেলের সাংবাদিক কানু দত্ত,প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, মীম টিভি চ্যানেলের সম্পাদক সুজন, প্রজ্ঞা পত্রিকার প্রধান ফটো সাংবাদিক তাপস সাহা , কমিউনিটির নেতা সন্জিত ঘোষ সহ অনেকে। তারা জানান, বাংলাদেশ পূজা সমিতিকে এমন মহতী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং প্রবাসী সনাতন সমাজের ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনাকে আরো সমুন্নত রাখার আহ্বান জানান।
দিনব্যাপী এই উৎসবে ছিল ভক্তদের ধর্মীয় উচ্ছ্বাস, পূজার মন্ত্রধ্বনি , নৃত্য, বাংলাদেশ ও ভারতের সংগীত শিল্পীদের সুরের মূর্ছনা—যা ছড়িয়ে দেয় এক অপার পবিত্রতার আবেশ নিউইয়র্কের প্রবাসী সমাজে।
শেষে সবাই একবাক্যে উচ্চারণ করেন ,মা দুর্গার আশীর্বাদে দূর হোক অশুভ শক্তি, প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও মানবতার জয়।”