Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে সাতক্ষীরা জেলা সমিতির বার্ষিক পিকনিক: প্রাণের উৎসবে সম্প্রীতির মিলনমেলা

নিউইয়র্কে সাতক্ষীরা জেলা সমিতির বার্ষিক পিকনিক: প্রাণের উৎসবে সম্প্রীতির মিলনমেলা

নিউইয়র্কে সাতক্ষীরা জেলা সমিতির বার্ষিক পিকনিক: প্রাণের উৎসবে সম্প্রীতির মিলনমেলা

প্রজ্ঞা নিউজ ডেস্ক | নিউইয়র্ক | ২০ জুলাই ২০২৫, রোববার:
নিউইয়র্কের গ্লেন আইল্যান্ড পার্কে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ ইনক-এর জাঁকজমকপূর্ণ বার্ষিক পিকনিক। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি পরিণত হয় এক আনন্দঘন উৎসবে। পিকনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমএস কবির, মালিক ও ব্রোকার, এসএমএস ওয়ার্ল্ড রিয়েলটি ইনক।


বিশেষ অতিথি ছিলেন মোস্তফা আসাদুজ্জামান (দিলু), অ্যাডভোকেট, সাতক্ষীরা জজ কোর্ট, লামিয়া বিউটি পার্লার এর মালিক  মো: আজিজুল জালাল তুহিন , আকলিমা আক্তার  আঁখি ।
সভাপতিত্ব করেন ওয়াহিদুজ্জামান পলাশ, সভাপতি, সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএ ইনক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক।
সকাল ৯টায় নিউইয়র্কের জনপ্রিয় রেস্টুরেন্ট কথাগ্রীল-এর পরিবেশিত নাস্তার মাধ্যমে পিকনিকের কার্যক্রম শুরু হয়। পরে অতিথিদের জন্য তরমুজ, চা, জুসসহ নানা মুখরোচক খাবার পরিবেশন করা হয়। দুপুর ২টার দিকে প্রায় পাঁচ শতাধিক মানুষের জন্য পরিবেশিত হয় সুস্বাদু দুপুরের খাবার। অতিথিরা খাবার ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন।
খেলাধুলা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে উৎসবের রঙ আরও গাঢ় , আর সেজন‍্যে এই পর্বে , বাচ্চা ও বড়দের জন্য নানা রকম খেলাধুলা, মহিলাদের জন্য পিলো পাসিং, ছেলেদের জন্য আর্জেন্টিনা বনাম ব্রাজিল নামে দুটি দলের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা ২-২ গোলে ড্র হয়। সবশেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র, যেখানে প্রথম থেকে ৩৪ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। প্রতিটি পরিবারকে দেওয়া হয় উপহার সামগ্রী।

উপস্থিত নেতৃবৃন্দ সহ-সভাপতি: জয়দেব গাইন, পলাশ ঘোষ, দেবব্রত ঘোষ, ফিরোজ কবীর
যুগ্ম সাধারণ সম্পাদক: ইমদাদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান
সাংগঠনিক সম্পাদক: শহিদুজ্জামান শুভ্র
ক্রীড়া সম্পাদক: ওবায়দুল্লাহ খান
প্রচার সম্পাদক: সুলতান আহমেদ
আইন ও ইমিগ্রেশন সম্পাদক: মোঃ এহসানুল হক ইমন
প্রাণ ও পুনর্বাসন সম্পাদক: শাহরিয়ার আরিফ
আপ্যায়ন সম্পাদক: মোকলেছুর রহমান
দপ্তর সম্পাদক: আফতাবুজ্জামান শিমুল
কার্যকরী সদস্য: মধুসূদন বিশ্বাস, মোস্তফা আসিফ শিমুল
উপদেষ্টা: রেজওয়ান খান মুন্না, রোমেল খান
সবশেষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পিকনিক আয়োজনে সহযোগিতাকারী ও রাফেল ড্রয়ের উপহারদাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান , এবং উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ভিডিও দেখুন:- 

ফটো গ্যালারি দেখুন:-