শিল্পচর্চায় এক যুগের অগ্রযাত্রা: নিউইয়র্কে শিল্পকলা একাডেমি ইউএসএ’র বর্ণাঢ্য যুগপূর্তি উৎসব
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের প্রবাসী বাঙালি সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নাম—শিল্পকলা একাডেমি ইউএসএ। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়ে কাজ করে চলা এই সংগঠন এক যুগ পূর্ণ করলো। এ উপলক্ষে ২৯ জুন ২০২৫, রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত হয় এক বর্ণাঢ্য যুগপূর্তি উৎসব।
“নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার ষ্টেফেন রাগাকে উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি মনিকা রায় চৌধুরী , পাশে সংগঠনের কর্মকর্তা বৃন্দ ।”
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একাডেমির সদস্যরা পরিবেশন করেন সংগঠনের সাংগঠনিক সংগীত।
“অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুরুল আমিন বাবুকে উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি মনিকা রায় চৌধুরী ও সহ-সভাপতি মিলন কুমার রায় ।”
শিল্পকলা একাডেমি ইউএসএ’র সভাপতি মনিকা রায় চৌধুরীর সভাপতিত্বে আলোচনা পর্বে সংগঠনটির এক যুগের অবদান তুলে ধরেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন—নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার ষ্টেফেন রাগা, মূলধারার রাজনীতিক ড. দীলিপ কে. নাথ ও মোর্শেদ আলম, প্রধান উপদেষ্টা নাদিম আহম্মেদ, উপদেষ্টা হুসনে আরা বেগম ও জীবন চৌধুরী, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, রাজনীতিক জয় চৌধুরী, চিত্রনায়িকা সাহিনুর, পৃষ্ঠপোষক নুরুল আমিন বাবু ও জয় তুর্য চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও শিল্পকলা একাডেমি ইউএসএ যে নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য, সংগীত ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। তারা এই ধারা আরও শক্তিশালী ও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অমিত সাহা। সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি মিলন কুমার রায়।
অনুষ্ঠানের বিশেষ পর্বে নিউইয়র্কে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ১২ জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। চন্দন চৌধুরী, শাহ মাহবুব, রাজীব ভট্টাচার্য, শিবলী সাদিক, চন্দ্রা রায়সহ ১২ জন শিল্পীকে ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন শাহীন হোসেন, করিম হাওলাদার, রুনা রায়, তানভির শাহীন, চন্দ্রা রায়, মিলন কুমার রায়, কনিকা দাশ, মোহর খান, লিলিয়ান বটলেও, সুস্মিতা, পায়েল, গোপাল কুমার রায়, রোজলিন বটলেও প্রমুখ।
সবশেষে সংগঠনের সভাপতি মনিকা রায় চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শিল্পকলা একাডেমি ইউএসএ’র যুগপূর্তি উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
বিশ্লেষকদের মতে, প্রবাসে বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে শিল্পকলা একাডেমি ইউএসএ ইতোমধ্যেই নিজেদের একটি প্রতিষ্ঠানিক রূপ দিয়েছে, যা ভবিষ্যত প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

















