Logo

অর্থনীতি    >>   তরুণদের জন্য ১০০ কোটির তহবিল: আন্দোলনে আহত-নিহতদের পরিবারে জন্য নতুন প্রকল্প

তরুণদের জন্য ১০০ কোটির তহবিল:  আন্দোলনে আহত-নিহতদের পরিবারে জন্য নতুন প্রকল্প

তরুণদের জন্য ১০০ কোটির তহবিল: আন্দোলনে আহত-নিহতদের পরিবারে জন্য নতুন প্রকল্প

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের পর এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে যুব তরুণদের কেন্দ্র করে। তরুণদের জন্য ১০০ কোটির তহবিল, আন্দোলনে আহত-নিহতদের পরিবারে জন্য নতুন প্রকল্প হাতে নেওয়া হবে। যুব সমাজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বাজেট বক্তৃতায় তিনি জানিয়েছেন, এবার আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করে ৫ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে।খবর বিবিসির।

এছাড়া, তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। আগামী অর্থবছরে ‘তারুণ্যের উৎসব’ উদ্‌যাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে বলেও বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

অন্যদিকে, জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য প্রকল্প নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে বাজেট বক্তৃতায়।খবর বিবিসির।